২১ অক্টোবর ২০১৭,   ঢাকা, বাংলাদেশ   শেষ আপডেট এই মাত্র  
Login   Register        
ADS

বাংলাদেশ-সিরিয়া, জিততে চায় দু’দলই


বাংলাদেশ-সিরিয়া, জিততে চায় দু’দলই

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল আসর ‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬।’ ‘ই’ গ্রুপে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ, ভারত, সিরিয়া এবং উজবেকিস্তান। আজ দুপুর ৩টায় উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ যুবদল মুখোমুখি হবে সিরিয়া যুবদলের।

বিভিন্ন দেশে অনুুষ্ঠিত এই টুর্নামেন্টে সার্বিকভাবে ১০ গ্রুপে অংশ নেবে ৪৩ দেশ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং বিভিন্ন গ্রুপ মিলিয়ে ৫ সেরা রানার্সআপ দল আগামী ২০১৬ সালে কাতারে অনুষ্ঠিত এ আসরের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

বাংলাদেশের ডাচ্ কোচ লোডভিক ডি ক্রুইফ, ‘কঠিন গ্রুপ। যদিও আমাদের কোন রিয়েল টার্গেট নেই। তারপরও বলব, আমরা প্রথম ম্যাচটাতে ভাল করতে চাই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দুই দল উজবেকিস্তান-সিরিয়া আমাদের চেয়ে এগিয়ে। তবে এটা ফুটবল। এখানে যে কোন কিছুই ঘটা সম্ভব। আগে দলের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা ছিল। এখন সেটি নেই। দলের সবাই ৯৯ ভাগ ফিট। এ কয়দিনে ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। অনেক উন্নতিও করেছে। ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানোর ও চাপের মুখে ভাল খেলানোর চেষ্টা করেছি। এখন দেখা যাক কি হয়। তবে নির্ভরযোগ্য ফরোয়ার্ড হেমন্ত কার্ড সমস্যার জন্য অংশ নিচ্ছে না প্রথম ম্যাচে।’

বাংলাদেশ যুবদলের অধিনায়ক রায়হান বলেন, ‘প্রস্তুতি ভালই হয়েছে। আগামীকাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। দেশবাসীকে বলব আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন। কোচ যেভাবে শিখিয়েছেন সেটি যদি আমরা মাঠে ঠিকঠাক প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই ভাল ফল করা সম্ভব। যদিও আমাদের গ্রুপটা বেশ কঠিন। কোচ কয়েকদিন ধরে আমাদের সে বিষয়েই অনুশীলন করিয়েছেন কঠিন দলের বিপক্ষে কিভাবে ভাল করা যায়। সিরিয়ার আমাদের সম্পর্কে কতটা ধারণা আছে জানি না। তবে আমরা সিরিয়া সম্পর্কে অনেকটাই জানি। তাদের বেশকিছু ভাল মানের ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে। ভাল স্ট্রাইকারও আছে।’ বাংলাদেশের প্রতিপক্ষ দল সিরিয়ার কোচ মোহান্নাত আল ফকির বলেন, ‘আমরা বাংলাদেশকে সমীহ করি। তাদের বেশকিছু খেলোয়াড় আছে যারা যে কোন মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে। তাদের নিজেদের মাটিতে খেলা, নিজেদের সমর্থক এবং খেলোয়াড় তাদের বড় শক্তি। তাদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না। তবুও আমাদের চেষ্টা থাকবে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার। আমাদের জাতীয় দলের সাত ফুটবলার রয়েছে। তাই আমরা আমাদের সামর্থের সবটুকু দিয়ে খেলব। প্রথম ম্যাচেই জিতে শুভসূচনা করতে চাই। আমাদের দেশে যুদ্ধাবস্থা বিরাজ করলেও সবস্থানে এমনটি নেই। শুধু রাজধানী দেশের রাজধানী দামেস্ক ও এর আশপাশের অঞ্চল বাদে দেশের বাকি অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক। ফুটবলের পরিস্থিতি নিয়ে সেখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি।’

দলীয় অধিনায়ক ওমর আল মিদানী বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি। বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি উজবেকিস্তানের সঙ্গের ম্যাচটিকে। তবে আমাদের দল খুব ভাল প্রস্তুতি নিয়েই এ টুর্নামেন্টে অংশ নিতে এসেছে। আশা করছি ভাল কিছু করতে পারব।’ উল্লেখ্য, বাংলাদেশে ফুটবল দলের বর্তমান ফিফা র‌্যাঙ্কিং ১৬২ আর সিরিয়া ফুটবল দলের র‌্যাঙ্কিং ১৫২।

প্রথম ম্যাচেই উজবেকিস্তানের প্রতিপক্ষ ভারত। উজবেকিস্তানের কোচ অশুরমাতভ বখতিয়ার নিজেদেরই এই টুর্নামেন্টের ফেবারিট দল হিসেবে মানছেন, ‘এই টুর্নামেন্টে আমরাই ফেবারিট। জয়ের জন্যই খেলব। তবে অন্য দলকেও সমীহ করব। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আমাদের লক্ষ্য ফাইনাল স্টেজে পৌঁছা।’

সম্পর্কিত:
পাতা থেকে: