ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন সেনার বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগ

প্রকাশিত: ০৬:০১, ২৭ মার্চ ২০১৫

মার্কিন সেনার বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগ

মার্কিন সেনা বো বার্গডালের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। তিনি ২০০৯ সালে আফগানিস্তানে মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার পর তালেবান জঙ্গীরা তাকে অপহরণ করেছিল। গত বছরের মে মাসে তালেবান জঙ্গীরা তাকে পাঁচ বছর পর মুক্তি দেয়। খবর বিবিসি ও আল জাজিরার। বার্গডালের বিরুদ্ধে কোর্ট মার্শাল হবে কিনা, শুনানির পর তা নির্ধারণ করা হবে। তবে শুনানির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তিনি এই মামলায় দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদ- হতে পারে। এছাড়াও তাকে অবমাননাকর বরখাস্ত, পদে অবনতি ও তার সব বেতন বাজেয়াপ্ত করা হতে পারে। মার্কিন সেনাবাহিনী নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্রাগের ইউএস আর্মি ফোর্সেস কমান্ড বুধবার এ ঘোষণা দিয়েছে। তালেবানের হাত থেকে বার্গডালের মুক্তি নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড় উঠে। গুয়ানতানামো বে আটক তালেবানের পাঁচ সিনিয়র কমান্ডারের বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়। টুইটারে নতুন ফিল্টার টুইটার ব্যবহারকারীরা অনলাইনে হয়রানির শিকার হন। ‘আক্রমণাত্মক’ টুইট ঠেকাতে মাইক্রোব্লগিং সেবা টুইটারে যোগ হচ্ছে নতুন ফিল্টার। আক্রমণাত্মক এবং নেতিবাচক টুইটগুলো লুকিয়ে রাখবে এই ফিচার। নোটিফিকেশন টাইমলাইন থেকে সবধরনের হুমকি, আক্রমণাত্মক টুইট এবং সন্দেহজনক এ্যাকাউন্ট থেকে পাঠানো টুইট সরিয়ে ফেলবে এই ‘কোয়ালিটি ফিল্টার’।- ইয়াহু নিউজ হারানো স্মার্টফোন খুঁজতে ... ফোন হারিয়ে গেছে কিংবা পাওয়া যাচ্ছে না এ নিয়ে আর চিন্তা নেই, এখন থেকে এ্যান্ড্রয়েড ওয়্যারই খুঁজে দেবে সেই পণ্যটি। এজন্য ব্যবহারকারীকে শুধু যে কাজটি করতে হবে তা হলো “ওকে, গুগল. র্স্ট. ফাইন্ড মাই ফোন” বলা! এতেই এ্যান্ড্রয়েড ওয়্যারে অন্তর্ভুক্ত এ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার কাজ শুরু করবে। আর মুহূর্তেই পণ্যটি ফুল ভলিয়মে বাজতে শুরু করবে। -ওয়েবসাইট
×