ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামের ৯ গুণী পেলেন চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা

প্রকাশিত: ০৫:৫২, ২৭ মার্চ ২০১৫

চট্টগ্রামের ৯ গুণী পেলেন চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৯ গুণী ব্যক্তিত্বকে ‘স্বাধীনতা স্মারক সম্মাননা পদক’ প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ পদক প্রদান করেন মেয়র এম মনজুর আলম। চসিক সূত্রে জানানো হয়, এবার যাঁদের সম্মাননা পদক দেয়া হয়েছে তাঁরা হলেন জনসেবায় বিচারপতি ইমাম হোসাইন (মরণোত্তর), কামাল উদ্দিন নিযামী (মরণোত্তর), শিক্ষায় ড. এনামুল হক, সমাজসেবায় মুন্সি মিয়া (মরণোত্তর) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র এসএম ফারুক, সাংবাদিকতায় সৈয়দ মর্তুজা আলী (মরণোত্তর), ক্রীড়ায় ক্রিকেটার আকরাম খান ও মিনহাজুল আবেদীন নান্নু এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বিরল অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সুলতান-উল কবির চৌধুরী (মরণোত্তর)। সিটি মেয়রের কাছে থেকে পদক গ্রহণ করেন বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর পক্ষে তার নাতি সাকিব ইমাম চৌধুরী, এ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরীর পক্ষে তাঁর সন্তান চৌধুরী মোহাম্মদ গালিব, সাবেক ডেপুটি মেয়র এসএম ফারুক, ড. এনামুল হকের পক্ষে প্রফেসর ড. এ কে এম শামসুউদ্দিন, সৈয়দ মর্তুজা আলী, কামাল নিজামের পক্ষে তাঁর ছেলে মোহাম্মদ ইলিয়াছ এবং আকরাম খানের পক্ষে তার বোন রোকসানা আলম। পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর হাজী মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম।
×