ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ৪৪ তরুণ শিল্পীর ব্যতিক্রমী মুক্তিযুদ্ধকালীন পোস্টার প্রদর্শনী

প্রকাশিত: ০৪:১৭, ২৭ মার্চ ২০১৫

রাজশাহীতে ৪৪ তরুণ শিল্পীর ব্যতিক্রমী মুক্তিযুদ্ধকালীন পোস্টার প্রদর্শনী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহান স্বাধীনতা দিবসের ৪৪ বছর উপলক্ষে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে ব্যতিক্রমধর্মী পোস্টার প্রদর্শনীতে তুলে ধরা হলো মুক্তিযুদ্ধকালীন খ-চিত্র। তরুণ প্রজন্মের শিল্পীতে তৈরি ৪৪টি পোস্টারে স্থান পায় মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। ‘কালরাতের পর আলো’ অর্থাৎ ২৫ মার্চের ভয়াবহতা থেকে ২৬ মার্চ স্বাধীনতার উচ্ছাস তুলে ধরা হয় শিল্পীদের শিল্পকর্মে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পদ্মানদীর পাড়ে বড়কুঠিতে এ পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহীর প্রবীণ সাংবাদিক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম। এদিকে, স্বাধীনতার ৪৪ বছর পর রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহে নির্মাণ করা হয়েছে ‘মুক্তিমুদ্ধ স্মৃতিসৌধ’। বৃহস্পতিবার স্বাধীনতা ও জাতীয় দিবসে এ স্মৃতিসৌধের ফলক উন্মোচন করেন স্থানীয় সাংসদ কাজী আব্দুল ওয়াদুদ দারা। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ করে বিড়ালদহ সম্মুখযুদ্ধে বীর শহীদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় মুক্তিযোদ্ধের আদর্শ ধরন ও ঐক্যবদ্ধ থাকার শপথ বাক্য পাঠ করান সাংসদ দারা। ৩৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। স্কুলছাত্র গৃহবধূ শিশুসহ সাত লাশ উদ্ধার জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জে প্রবাস ফেরতের হাত-পা বাঁধা লাশ, ভালুকায় স্কুলছাত্র, বাগেরহাটে ছাত্র ও অজ্ঞাত ব্যক্তি এবং লক্ষ্মীপুরে তিন লাশ উদ্ধার হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে অপহৃত প্রবাস ফেরত আওলাদ শেখের (৪৩) হাত-পা বাঁধা লাশ রাজধানীর ডেমরা থেকে উদ্ধার হয়েছে। সে সিরাজদিখান উপজেলার সিঙ্গাইরটেক গ্রামের মৃত আসলাম শেখের ছেলে। বুধবার রাত ১১টার দিকে ডেমরার বড়হাটি বটতলা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ভালুকা ॥ উপজেলার কংশেরকুল গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার সন্ধ্যায় কংশেরকুল গ্রামের দিনমজুর আব্দুস ছামাদের কিশোর ছেলে কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সারোয়ার হোসেনকে (১৪) তার বাড়ি থেকে স্থানীয় রুবেল ও আলতাফের নেতৃত্বে কতিপয় যুবক ডেকে নিয়ে যায়। পরে বিরুনীয়া বাজারের আফাজ উদ্দিনের চা-স্টলে টাকা চুরির অভিযোগ এনে মধ্যরাত পর্যন্ত তাকে মারধর করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় সারোয়ারের লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বাগেরহাট ॥ সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাঠি গোমতি গ্রামের একটি ধানক্ষেত থেকে বুধবার রাতে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্নহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে, মোড়েলগঞ্জ পানগুছি নদীতে নিখোঁজ ৪র্থ শ্রেণীর ছাত্র ইমরান হোসেন লিমন(১০) এর লাশ দু’দিন পরে বৃহস্পতিবার সকালে সোনাখালী নামক স্থানে নদীর চর থেকে উদ্ধার হয়েছে। লক্ষ্মীপুর ॥ সদর উপজেলার হাজীরপাড়া ইউনিয়নের বড়বল্লবপুর গ্রামের আবদুর রব রাসেল, একই উপজেলার শাকচর থেকে গৃহবধূ মায়া বেগম ও রায়পুর উপজেলার গাইয়ারচর এলাকা থেকে শিশু জিহাদ হোসেনসহ পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ও রাতে নিহত তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। অপর দিকে একই উপজেলা শাকচর গ্রাম থেকে একই দিন রাতে মায়া বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
×