ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় সৌম্যেেক সংবর্ধনা

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ মার্চ ২০১৫

সাতক্ষীরায় সৌম্যেেক সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাংলাদেশ ক্রিকেট দলের গর্ব ও সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকারকে কলারোয়ায় গণসংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার উপজেলা হাইস্কুল মার্কেটে এই সংবর্ধনা দেয় হয়। উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার সৌম্য সরকারকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমীদের ভিড় জমে। সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকারের পুত্র সৌম্য সরকারকে একনজর দেখার জন্য উপজেলা হাইস্কুল মার্কেটে জড়ো হয় ক্রিকেটভক্তরা। সুয়ারেজকে বদলে দিয়েছে নিষেধাজ্ঞা স্পোর্টস রিপোর্টার ॥ কামড় কা-ে ব্রাজিল বিশ্বকাপে নিষিদ্ধ হয়েছিলেন লুইস সুয়ারেজ। ওই শাস্তিই উরুগুইয়ান তারকাকে বদলে দিয়েছে বলে মনে করেন অনেকে। বার্সিলোনার হয়ে ধারাবাহিক পারফর্মেন্স প্রদর্শন করে সে স্বাক্ষরই রেখে চলেছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার। ২০১৪ সালের এল ক্ল্যাসিকোর মধ্য দিয়ে বার্সিলোনায় অভিষেক হয়েছিল সুয়ারেজের। ওই ম্যাচে নিজেকে মেলে তো ধরতেই পারেননি, দলও হেরেছিল। শুরুর এই বাজে পারফর্মেন্স লম্বা সময় ধরেই ছিল সুয়ারেজের সঙ্গী। অবশেষে ব্যর্থতার খোলস ভেঙ্গে নিজের চেনা ছন্দে ফিরেছেন ২৮ বছর বয়সী সুয়ারেজ। রবিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে জয়সূচক গোল করে আরেকবার চিনিয়েছেন নিজেকে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোলটিকেই বার্সার হয়ে সেরা বলে অভিহিত করেছেন সুয়ারেজ। দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করতে পেরে উচ্ছ্বসিত সুয়ারেজ। তিনি বলেন, বার্সিলোনার হয়ে করা আমার গোলগুলোর মধ্যে এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই গোলের তাৎপর্য হলো, রিয়ালের বিরুদ্ধে খেলেছি আমরা। রিয়ালকে হারিয়ে শীর্ষস্থান মজবুত হলেও চ্যাম্পিয়ন হতে হলে এখনও অনেক দূর যেতে হবে বলে মনে করেন সুয়ারেজ। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমরা জানি, লীগ জেতাটা খুব কঠিন। এ জন্য আমাদের সেরাটা দিতে হবে। বার্সা কোচ লুইস এনরিকে বলেন, ৮ কোটি ১০ লাখ ইউরো দিয়ে লিভারপুল থেকে সুয়ারেজকে দলে নেয়াটা যে যৌক্তিক ছিল, সেটা সে প্রমাণ করে চলেছে। বিশ্বকাপের শাস্তিই ওকে আরও ভয়ঙ্কর করেছে।
×