ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, আটক ২

প্রকাশিত: ০৭:২২, ২৪ মার্চ ২০১৫

শাহজালালে বিরল  প্রজাতির কচ্ছপ উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় পাচারকালে ১১৩টি বিরল প্রজাতির চিত্রাকচ্ছপ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তিরা হলেনÑ মোবারক আলী (৪০) ও আসিফ আলাউদ্দীন (২৮)। আটককৃতরা ভারতীয় নাগরিক বলে এপিবিএন সূত্রে জানা গেছে। উদ্ধার করা কচ্ছপগুলো লাগেজে ভরে মালিন্দ এয়ারলাইন্সের ওডি১৬১ ফ্লাইটে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র এএসপি আলমগীর হোসেন জনকণ্ঠকে জানান, বহির্গমনের ৬ নম্বর গেটে লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহ হয়। লাগেজ খুলে ১১৩টি বিরল চিত্রাকচ্ছপ পাওয়া যায়। তিনি আরও বলেন, আটক দুইজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করার পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, কচ্ছপগুলো বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।
×