ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৫, ২৪ মার্চ ২০১৫

এইচ এস সি পরীক্ষার পড়াশোনা

১. কোন ধরনের দেশে ই-গভর্নেন্স প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যেগ বাস্তবায়ন করতে পারে না? ক) উন্নত খ) উন্নয়শীল গ) পূঁজিবাদী ঘ) সমাজতান্ত্রিক ২. রাজনৈতিক সংস্কৃতিতে মানুষের ভাবের অভিব্যক্তি ও অন্তনির্হিত দিকের প্রকাশের কথা বলেছেণ কে? ক) লুসিয়ান পাই খ) গেটেল গ) অ্যালান বল ঘ) বেন্থাম ৩. "জনমত আইনের অন্যতম উৎস।" -উক্তিটি কার? ক) হল্যান্ড খ) গিলক্রিস্ট গ) অপেনহেম ঘ) এরিস্টটল ৪. কোন বিষয়টি মানব সমাজের বিবর্তনের ধারাবাহিক সংকলন বলা যায়? ক) রাষ্ট্রবিজ্ঞান খ) পৌরনীতি গ) ইতিহাস ঘ) নীতিশাস্ত্র ৫. কোন দেশে মৌলিক অধিকার সংবিধান সন্নিবেশিত নেই? ক) ভারতে খ) ব্রিটেনে গ) ফ্রান্সে ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রে ৬. যে শাস্ত্র নাগরিকদের আচার-আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তজার্তিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে- ক) অর্থনীতি বলে খ) সামাজিক বিজ্ঞান বলে গ) সমাজবিজ্ঞান বলে ঘ) পৌরনীতি বলে ৭. ′সরকারি চাকরি লাভের অধিকার′- নাগরিকের কোন ধরনের অধিকার? ক) রাজনৈতিক অধিকার খ) অর্থনৈতিক অধিকার গ) সামাজিক অধিকার ঘ) নৈতিক অধিকার ৮. সুষ্ঠু জনমত পঘনে কীসের গুরুত্ব অপরিসীম? ক) শিক্ষার প্রসার খ) সামাজিক স্বার্থ গ) মতামত প্রকাশের স্বাধীনতা ঘ) ঐক্য ও সংহতির মনোভাব ৯. ৫ম সংশোধনী বাতিল হয় কত সালে? ক) ২০০৩ খ) ২০০৪ গ) ২০০৫ ঘ) ২০০৬ ১০. সরকার কর্তৃক নাগরিকদের সেবা প্রদানকে কী বলে? ক) ই-গভর্নেমেন্ট খ) ই-প্রশাসন গ) ই-সেবা ঘ) ই-সার্ভিসেস ১১.দুর্বল শাসনব্যবস্থ ব্যবস্থাক থেকে উত্তরণের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে? ক) নৈতিক চরিত্র খ) জবাবদিহিতা গ) আইনের প্রয়োগ ঘ) ধর্মীয় মূল্যবোধ ১২. নাগরিকতা স্বানীয় রূপলাভ করে যখন নাগরিক- র. স্থানীয় এলাকার সদস্য হয়ে সুবিধা ভোগ করে রর. নিজ এলাকার উন্নয়ন কাজে সহযোগিতা করে ররর. সার্কের প্রতিনিধি হয়ে নেপালে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ১৩. নেতৃত্ব হবে সিদ্ধান্ত গ্রহণে- র. দক্ষ রর. সঠিক ররর. স্বচ্ছ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ১৪. জাতিসংঘের সাধারণ পরিষদ কবে মানবধিকারের ঘোষণা দেয়? ক) ১০ ই ডিসেম্বর, ১৯৪৮ খ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ গ) ১০ ই ডিসেম্বর, ১৯৪৭ ঘ) ১লা জুলাই, ১৯৪৬ ১৫. "রাজনৈতিক সংস্কৃতি বহু উপাদানের সমন্বয়ে সৃশৃঙ্খলভাবে গঠিত।" বলেছেন? ক) অ্যালমন্ড খ) লুসিয়ান গ) ফাইনার ঘ) বেন্থাম ১৬. আইনের ইংরেজি প্রতিশব্দ খধি এটি এসেছে- ক) গ্রিক শব্দ থেকে খ) ল্যাটিন শব্দ থেকে গ) জার্মান শব্দ থেকে ঘ) টিউটনিক শব্দ থেকে ১৭. আইন বিভাগের মূল কাজ কী? ক) আইন প্রয়োগ খ) আইন বাস্তবায়ন গ) শাসন পরিচালনা ঘ) আইন পণয়ন ১৮. নিচের কোনটি নগররাষ্ট্র নয়? ক) রোম খ) স্পার্টা গ) গ্রিস ঘ) বাংলাদেশ ১৯. সমাজতান্ত্রিক রাস্ট্রসমূহ কোন ধরনের অধিকারের ক্ষেত্রে গুরুত্ব দ্য়ে? ক) সামাজিক খ) রাজনিতক গ) অর্থনৈতিক ঘ) ব্যক্তিগত ২০. জীবনধারণের অধিকার কোন ধরনের অধিকার? ক) নৈতিক খ) অর্থনৈতিক গ) রাজনৈতিক ঘ) সামাজিক ২১. নেতৃত্ব হলো জনগণের- র. অভিবাবক, পরিচালক রর. পরিচালক, জ্ঞানদানকারী ররর. উ৭সাহ প্রদানকারী, পথপ্রদর্শক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২২. রাজনৈতিক সংস্কৃতিকে বলা যায় রাজনৈতিক ব্যবস্থার- ক) উল্টা পিঠ খ) সমান্তরাল গ) প্রতিচ্ছবি ঘ) পরিপূরক
×