ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশাল ইকোনমিক জোনের জমি অধিগ্রহণ শুরু হচ্ছে

প্রকাশিত: ০৪:০৮, ২৩ মার্চ ২০১৫

বরিশাল ইকোনমিক জোনের জমি অধিগ্রহণ শুরু হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বরিশালের আগৈলঝাড়ায় ৩৫৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে ‘ইকোনমিক জোন’। এতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বদলে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র। জোনে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি করা সম্ভব হবে। আগৈলঝাড়া উপজেলায় ৩শ’ একর জমিতে এটি তৈরি করা হবে। সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড সভায় বরিশালে ইকোনমিক জোন করার প্রস্তাব অনুমোদন করা হয়। এজন্য আগৈলঝাড়ায় জমি অধিগ্রহণে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ। চলতি বছরের মধ্যেই জমি অধিগ্রহণ ও সমীক্ষা শেষে জোন গঠনের কাজ শুরু হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউছুফ মোঃ রেজাউর রহমান জানান, জোন তৈরিতে জমি অধিগ্রহণ প্রক্রিয়াসহ সার্বিক পরিকল্পনা বেজাকে জানানো হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্প অনুমোদনও হয়ে গেছে। ‘ইকোনমিক জোন’ গড়ে ওঠার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হবে বলে তিনি মনে করেন। আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তজা বলেন, বর্তমান সরকারের একের পর এক উন্নয়নমূলক কর্মকা-ের মাধ্যমে দেশের চেহারা বদলে যাচ্ছে। আর এবার বরিশালের অর্থনৈতিক ব্যবস্থা বদলে দিতে অর্থনৈতিক জোন হচ্ছে।
×