ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সন্ত্রাসী তৎপরতা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে ॥ ডেপুটি স্পীকার

প্রকাশিত: ০৬:১৭, ২১ মার্চ ২০১৫

সন্ত্রাসী তৎপরতা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবে ॥ ডেপুটি স্পীকার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ মার্চ ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি বলেন, ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া গুলশান অফিসে বসে ফাইভ স্টার হোটেলের খাবার খাবেন আর গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরের মানুষকেসহ সারাদেশের মানুষকে পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মারবেন তা হতে পারে না। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী এবং নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিএনপি-জামায়াত-শিবির ঘোষিত অবরোধ-হরতালের নামে পেট্রোলবোমায় নিরীহ মানুষকে পুড়িয়ে মারা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর বাজার মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দল আয়োজিত এক বিশাল জনসভায় এ কথা বলেন। সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম লিটনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ শামস-উল আলম হিরু, আবু বকর সিদ্দিক, রণজিৎ বকসী সুর্য, লুৎফর রহমান রঞ্জু, ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু প্রমুখ।
×