ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ০৬:১৫, ২১ মার্চ ২০১৫

সাতক্ষীরায় নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকের মাতম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ছয় বছরের শিশুপুত্র জাহিদ হাসান ও দুই বছরের শিশু শাহিদ হাসান জানে না তাদের বাবা জাহাঙ্গীর আর কোনদিন খাবার হাতে বাড়ি ফিরবে না। লেখাপড়া শিখিয়ে তাদের মানুষ করার বাবার স্বপ্ন কোনদির পূরণ হবে না । জামায়াত-শিবিরের পেট্রোলবোমা চিরদিনের মতো কেড়ে নিয়েছে তাদের বাবার স্নেহ আর লেখাপড়া শিখে মানুষ হওয়ার স্বপ্ন । চাঁদপুরে জামায়াত-বিএনপির পেট্রোলবোমায় নিহত ট্রাকচালক জাহাঙ্গীর আলমের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি হারিয়ে বাকরুদ্ধ তার স্বজনরা। থামাছে না চোখের বাঁধভাঙ্গা পানি। সন্তানের মৃত্যু খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন জাহাঙ্গীরের মা সাজেদা বেগম। স্বামীর অকালমৃত্যুতে স্ত্রী খাদিজা খাতুনও দুই শিশুসন্তান নিয়ে পাগলপ্রায়। এদিকে নিহত ট্রাকচালক জাহাঙ্গীরকে শুক্রবার দাফন করা হয়েছে তার নিজ গ্রাম কলারোয়া উপজেলার কিছমত ইলিশপুরে। নিহত জাহাঙ্গীরের ভাই সেলিম হোসেন জানান, সোমবার বিকালে যশোরের শার্শা উপজেলার সাত মাইল গরুরহাট থেকে গরুভর্তি ট্রাক নিয়ে সে চট্টগ্রাম যায়। সেখান থেকে ট্রাকে টমেটো বোঝাই করে খুলনার উদ্দেশে ফেরারপথে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে চাঁদপুর সদরের চৌরাস্তা মোড়ে অবরোধকারীদের পেট্রোলবোমা হামলার শিকার হন তিনি। পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গীর। এসময় আহত হয় যশোরের বাগআঁচড়া এলাকার আরও তিনজন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।নিহত জাহাঙ্গীরের মা সাদেজা বেগম ছেলের শোকে পাগলপ্রায়। বুকফাটা আহাজারির মধ্যে তার জিজ্ঞাসা, এখন আমার এই সংসার কে চালাবে। জাহাঙ্গীরের আয়ের রোজগার দিয়েই সংসারের ১০ জনের মুখে খাবার উঠত। এখন কে নেবে এ সংসারের ভার। এসব কথা বলতে বলতে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্বামী শোকে বাকরুদ্ধ দুই সন্তানের জননী জাহাঙ্গীরের স্ত্রী খাদিজা খাতুন প্রতিমুহূর্তে জ্ঞান হারাচ্ছেন।
×