ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার আর নেই

প্রকাশিত: ০৫:১১, ২১ মার্চ ২০১৫

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেজার আর নেই

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টি নেতা ম্যালকম ফ্রেজার আর নেই। ম্যালকমের কার্যালয় থেকে পাঠানো বিবৃতির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর জানানো হয়। শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে ম্যালকম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিবৃতিতে বলা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ম্যালকম ফ্রেজার ১৯৭৫ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে এক বিতর্কিত পরিস্থিতিতে তৎকালীন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গফ হুইটলামের অপসারণের পর সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। ওই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পান তৎকালীন প্রধান বিরোধীদল লিবারেল পার্টির নেতা ম্যালকম। একই বছর ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে লিবারেল পার্টি ক্ষমতায় এলে ম্যালকম ফ্রেজার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। -ওয়েবসাইট
×