ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে ডেনিশ মন্ত্রীর সাক্ষাত

প্রকাশিত: ০৭:১৮, ২০ মার্চ ২০১৫

খালেদা জিয়ার সঙ্গে ডেনিশ মন্ত্রীর সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী মোগেন্স জেনসেন। বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে গিয়ে তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন। তবে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কিছুই বলেননি। জানা গেছে, বৈঠককালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। এ সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। রাত সোয়া আটটায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ডেনমার্কের মন্ত্রী খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল। তাঁকে অভ্যর্থনা জানান বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। বৈঠকে বেগম জিয়ার সঙ্গে ছিলেন নজরুল ইসলাম খান ও আবদুল কাইয়ুম। রাত পৌনে নয়টার দিকে তাঁরা খালেদার কার্যালয় থেকে বের হন।
×