ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে এ্যাডভোকেসি সভা

প্রকাশিত: ০৪:৩২, ২০ মার্চ ২০১৫

মুন্সীগঞ্জে এ্যাডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অডিটরিয়ামে নতুন দুটি ভ্যাকসিন সংযোজন বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলে আজিম। সিভিল সার্জন ডাঃ মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- এবিএম মাসুদ হোসেন, গাজী মোঃ মোস্তফা কামাল, ডাঃ মোঃ এহসানুল করিম, ডাঃ আখতার হোসেন বাপ্পী, ডাঃ শাখাওয়াত হোসেন, ডাঃ ফারহানা রহমান প্রমুখ। নেত্রকোনায় মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৯ মার্চ ॥ বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শিল্পী রানী দাসকে অপহরণের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বেলা ১১টায় বারহাট্টা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি পেশ করা হয়। উচ্ছেদ হওয়া একুশ পরিবারকে পুনর্বাসন দাবি বিজিবি সদর দফতর নির্মাণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ দীঘিনালা উপজেলার বাবুছড়ায় নিমার্ণাধীন বিজিবির সদর দফতর কর্তৃক উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইউপিডিএফ সমর্থিত দীঘিনালা ভূমি রক্ষা কমিটি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকার কৃষি অফিসে আশ্রয় নেয়া ২১ পরিবারের অস্থায়ী বসতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।
×