ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস কাবাডি শুরু

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ মার্চ ২০১৫

স্বাধীনতা দিবস কাবাডি শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা ২০১৫।’ টুর্নামেন্টে সাত দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ ফায়ার সার্ভিস। ‘বি’ গ্রুপে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ জেল ও বাংলাদেশ নৌ বাহিনী। রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেখান থেকে নকআউট পর্বের ভিত্তিতে দুটি দল ফাইনাল খেলবে। ৩০ মার্চ পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। প্রতিযোগিতার বাজেট ৪ লাখ টাকা। টুর্নামেন্টে চলবে ২৮ মার্চ পর্যন্ত। এ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়সহ চার বিভাগে পুরস্কার দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। এ উপলক্ষে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটনের এ্যাডিশনাল ডিরেক্টের এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী। রাকিব-রাজীবের জয় গ্র্যান্ডমাস্টার্স দাবায় স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের কলকাতার হো চি মিন স্ট্রিটে চলমান ‘এলআইসি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রথম রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী। এছাড়া গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ এবং ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ড্র করেন। ফিদেমাস্টার আব্দুল মালেক ও শফিক আহমেদ, জামাল উদ্দিন ও দেওয়ান শহিদুল আমিন টিপু হেরে যান। প্রথম রাউন্ডে রাকিব ভারতের অভিষেক দাসকে, এনামুল ভারতের বৈশালীকে, দেবরাজ ভারতের ক্রান্তি কুমারকে হারান। জিয়া ভারতের বিক্রমজিৎ সিংয়ের, রানী হামিদ ভারতের আইএম নিশার সঙ্গে ড্র করেন।
×