ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলা ১ম পত্র

প্রকাশিত: ০৬:৪০, ১৮ মার্চ ২০১৫

বাংলা ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৬. ‘সাহিত্য সম্রাট’ উপাধিতে বিভূষিত সাহিত্যিকের নাম কী? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) কাজী নজরুল ইসলাম ৩৭. টলটলে চোখ নিয়ে রেণু ফিরে গিয়েছিল কেন? ক) মার খেয়ে খ) ব্যর্থ হয়ে গ) বকুনি খেয়ে ঘ) আশাহত হয়ে ৩৮. ′দুর্দিনের যাত্রী′ গ্রন্থটির রচয়িতা কে? ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) মাইকেল মধুসূদন দত্ত গ) ফররখ আহমদ ঘ) কাজী নজরুল ইসলাম ৩৯. ‘জীবন থেকে নেয়া’ ও ‘স্টপ জেনোসাইড’ কী জাতীয় রচনা? ক) ছোট গল্প খ) চলচ্চিত্র গ) উপন্যাস ঘ) নাটক ৪০. অমিয় চক্রবর্তীর ‘বাংলাদেশ’ কবিতায় যমুনা-পদ্মার তীরের জল কেমন? ক) রুপোলি খ) ঘোলা গ) কালচে ঘ) নীল ৪১. আদালতের বিচারককে ধর্মাবতার বলার কারণ, তিনি ধর্মের - ক) প্রচার করেন খ) প্রতিষ্ঠা করেন গ) কথা বলেন ঘ) কাজ করেন ৪২. ′কলিমদ্দি দফাদার′ গল্পের প্রতিপাদ্য- র. মুক্তিযুদ্ধে গ্রাম-বাংলার চৌকিদার, দফাদারদের সহযোগিতা রর. মুক্তিযুদ্ধে সরকারি চাকুরিজীবীদের পরোক্ষ সহযোগিতা ররর. দেশপ্রেমী দফাদারদের জীবনযাপন প্রণালী ব্যাখ্যা নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) ররর ঘ) রর ও ররর ৪৩. আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেনে ঘুষ ও দুর্নীতিবিরোধী জাতিসংঘ ঘোষণা জাতিসংঘ সাধারণ পরিষদ কবে গ্রহণ করে? ক) ১৯৯৩ সালে খ) ১৯৯৪ সালে গ) ১৯৯৫ সালে ঘ) ১৯৯৬ সালে ৪৪. কৃষক তাঁর সোনার ফসল নৌকায় তুলে দেওয়ার পর তাঁর ঠিকানা কোথায় হলো? ক) কৃষক নৌকার গলুইয়ে উঠলেন খ) কৃষক ফসলের ওপরে উঠে বসলেন গ) কৃষক বৈঠা বাওয়া শুরু করলেন ঘ) নৌকায় কৃষকের ঠাঁই হলো না ৪৫. কখন তপুরা ক্লাসে যেত? ক) ৯টায় খ) ১০টায় গ) ১১টায় ঘ) ১২টায় ৪৬. এইচআইভি সংক্রমিত হয় কোন প্রক্রিয়ায়? ক) এক বিছানায় ঘুমালে খ) এক পুকুরে গোসল করলে গ) করমর্দন করলে ঘ) রক্ত আদান-প্রদান করলে ৪৭. ‘আঠারো বছর বয়স’ কবিতায় বর্ণিত কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি- র. সবসময় উত্তেজনার রর. স্থির বুদ্ধিতে কাজ করার ররর. আবেগে ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেওয়ার নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪৮. সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? ক) ১৯৪৬ সালে খ) ১৯৪৭ সালে গ) ১৯৪৮ সালে ঘ) ১৯৪৯ সালে উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও: তারামন মুক্তিযুদ্ধে বন্ধুক হাতে যুদ্ধ না করলেও মুক্তিযোদ্ধাদের গুলি ও খাবার সরবরাহ এবং অসুস্থদের সেবা করেছেন। তাঁর এ সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর প্রতীক উপাধি প্রদান করেছেন। ৪৯. ′ইহাদের ধর্মই বার্ধক্য′-এরা হলো- র. নব অরুণোদয় দেখে যারা ভয় পায় রর. জ্ঞানের অগ্নিমান্দ্যে যারা কঙ্কালসার ররর. সব বহন করে যারা শ্মশানে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫০. কতজন মিলিটারি এসে তপুর দেহটা তুলে নিয়ে গেল? ক) ২ জন খ) ৪ জন গ) ৫ জন ঘ) ৩ জন সঠিক উত্তর: ১. (ক) ২. (ক) ৩. (ক) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (ঘ) ৮. (ক) ৯. (গ) ১০. (ক) ১১. (ক) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (ক) ২২. (ঘ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (ঘ) ২৮. (গ) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (ক)
×