ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিইপিজেডে পাঁচ আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ মার্চ ২০১৫

সিইপিজেডে পাঁচ আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) মঙ্গলবার সকালে সংঘটিত এক অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের অফিস। বেলা সাড়ে এগারোটার দিকে এই আগুন লাগে। এতে পুরো রফতানি প্রক্রিয়াজাত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বেপজার (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মহাব্যবস্থাপক খোরশেদ আলম জানান, কুরিয়ার সার্ভিস ডিএসএলের অফিসে আগুন লেগে তা সংক্রমিত হয় সংলগ্ন অন্যা অফিসগুলোতে। ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ছুটে এসে আগুন নেভায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে এগারোটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় পাঁচটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয়। এর মধ্যে রয়েছে আরাম্যাক্স, ইউপিএস, ফ্যাডেক্স, টিএ্যান্ডটি ও ডিএইচএল। এছাড়া এ সকল অফিসের পেছনের ডরমিটরিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য কত তা এখনও জানা যায়নি। এদিকে অগ্নিকা-ের সূত্রপাত হওয়ার পুরো ইপিজেড এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচটি কুরিয়ার অফিসে ক্ষতির আর্থিক মূল্যের চেয়েও ইপিজেডে অবস্থিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ক্ষতির পরিমাণ বেশি বলে ধারণা করা হচ্ছে।
×