ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আটক ৩

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ মার্চ ২০১৫

কুড়িগ্রামে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আটক ৩

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ হরতালের সমর্থনে জেলা সদরের পাটেশ্বরী বাজার এলাকায় মঙ্গলবার সকালে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছোড়ে ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ ঘটনায় জামায়াত নেতা ও পরমআলী এবতেদায়ী মাদ্রাসার সুপার আব্দুল হক (৫৪) গুলিবিদ্ধ হয়। পুলিশী এ্যাকশনে আহত হয় আরও ১০ জন। আহতরা সবাই পলাতক। পরে ঐ এলাকায় বাড়ি বাড়ি তল্লাশি চালায় পুলিশ । নাশকতার অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরকর্মী এরশাদুল হক (৩০), শহিদুল ইসলাম (২৮) ও জামায়াত কর্মী আব্দুল জলিল (৪০) কে আটক করেছে। সদর থানার অফিসার ইনচার্জ মুর্শেদুল করিম মোহাম্মদ ইসতেশাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। কুড়িগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×