ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুব ফুটবলাররা বিকেএসপিতে

প্রকাশিত: ০৫:৪৬, ১৬ মার্চ ২০১৫

যুব ফুটবলাররা বিকেএসপিতে

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-২৩ টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে রবিবার থেকেই বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তার আগে ছোট করা হয়েছে জাতীয় অনুর্ধ-২৩ দলটিকে। প্রাথমিক ক্যাম্পের খেলোয়াড় সংখ্যা ৩৭ থেকে এবার ২৬-এ নামিয়ে আনা হয়েছে। এক সপ্তাহের প্রস্তুতির পর দল থেকে ছিটকে গেছে মিলন, ওমর ফারুক, রাকিবুল, সোহেল রানা, ফজলে রাব্বি, ইব্রাহিম, জাবেদ, শাহেদ, বিশ্বজিৎ ও রাফি। তবে পায়ে চোট থাকার পরেও দলে ঠাঁই পেয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য দুই খেলোয়াড় সোহেল রানা ও হেমন্ত ভিনসেন্ট। আজ থেকে সাভার বিকেএসপিতে শিষ্যদের নিয়ে কঠোর অনুশীলনে নামবেন হল্যান্ডের কোচ লুডভিক ডি ক্রুইফ ও জার্মান গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। আসন্ন এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব উপলক্ষে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় দলের অনুশীলন শুরু হয় গত ১০ মার্চ থেকে। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭-৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬। বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের ২৬ খেলোয়াড় হলেনÑ শেখ জামালের রায়হান হাসান, ইয়াছিন খান, সোহেল রানা, রুবেল মিয়া ও তকলিস আহমেদ।
×