ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্মরণীয় বিশ্বকাপে আরও সাফল্যের খোঁজে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪৪, ১৬ মার্চ ২০১৫

স্মরণীয় বিশ্বকাপে আরও সাফল্যের খোঁজে বাংলাদেশ

জাহিদুল আলম জয় ॥ ইতোমধ্যে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাফল্যের এই মাত্রাটা আরও উঁচুতে নেয়ার সুযোগ হাতছানি দিচ্ছে টাইগারদের। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলমান বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠতে পারলে ইতিহাসের পাতা আরও সমৃদ্ধ করতে পারবেন মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, সাকিবরা। এ লক্ষ্যেই ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আসরের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। স্মরণীয় বিশ্বকাপকে আরও সাফল্যম-িত করতে বাংলাদেশ দল মুখিয়ে আছে। এদেশের অগণিত ভক্ত-সমর্থকরাও মনেপ্রাণে চাচ্ছেন আরেকবার ‘ভারত বধ’ করে স্বপ্নের সেমিফাইনালে খেলুক লাল-সবুজের এই দেশ। বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্টরা অভিমত জানিয়েছেন, এবারের বিশ্বকাপটি স্বপ্নের। স্বপ্নের পরিধি আরও বাড়িয়ে নেয়ারও সুযোগ থাকছে ক্রিকেটারদের। স্মরণীয় বিশ্বকাপে বাংলাদেশ আরও অনেক দূর যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এ প্রসঙ্গে বার্তাসংস্থা এএফপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, অসাধারণ সাফল্যে বিশ্বকাপকে স্মরণীয় করেছে ক্রিকেটাররা। যে কারণে দলের ওপর আমাদের বিশ্বাস অনেকখানি বেড়ে গেছে। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের ক্রিকেট অনেক দূর যাবে। কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেমিতে পাড়ি জমিয়ে এটিকে আরও উচ্চতায় ক্রিকেটাররা নিতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে দল যে ধারাবাহিকতা দেখিয়েছে তাতে ভবিষ্যতের উন্নতির জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিসিবির প্রধান নির্বাহী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, উন্নতি ও এগিয়ে যাওয়াটা সবসময়ই চ্যালেঞ্জের। কিন্তু আমাদের ধৈর্য্য আছে। গত কয়েক বছর সব ফরমেটেই আমরা উন্নতি করেছি। এটি ভবিষ্যতে ভাল করতে অনুপ্রাণিত করবে। বিশ্বকাপের ধারাবাহিকতা পরবর্তীতেও বাংলাদেশ ধরে রাখতে পারবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, বিশ্বকাপে ভাল খেলা সম্ভব হয়েছে। খেলার প্রতি ক্রিকেটারদের অনেক বেশি ভালবাসা আছে। বাংলাদেশ দলের ভাল পারফর্মেন্সে মুগ্ধ গোটা জাতি। সবার মধ্যে এখন এই আত্মবিশ্বাস জন্মেছে, বাংলাদেশ আরও ভাল করতে পারে। নিউজিল্যান্ডের কাছে হারলেও বাংলাদেশের পারফর্মেন্সে মুগ্ধ সবাই। কিউই অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম আগেও টাইগারদের প্রশংসা করেছেন। এ ধারাবাহিকতা ধরে রেখে তিনি আরেকবার বলেন, আমার ধারণা সবক্ষেত্রে বাংলাদেশ উন্নতি করেছে। তারা তাদের যোগ্যতা প্রমাণ করেছে। ইংল্যান্ডকে তারা যেভাবে হারিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। আমাদের বিরুদ্ধেও অনেক ভাল খেলেছে। এ ধারা ধরে রাখতে পারলে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। বাংলাদশের চোখ ধাঁধানো সাফল্যের কারণেই কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচ ঘিরে এখন সবার আগ্রহ। অনেকেই মনে করছেন, ভারতকে হারিয়ে শেষ চারে যাওয়ার যোগ্যতা আছে টাইগারদের। স্বয়ং ভারতের সাবেক তারকারাই সমীহ করছেন বাংলাদেশকে। মাশরাফি, মুশফিকদের হাল্কাভাবে না নিতে মহেন্দ্র সিং ধোনিদের পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার, মোহাম্মদ আজহারউদ্দিন, কিরণ মোরেরা। অবশ্য সৌরভ গাঙ্গুলী বলেছেন, ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ! সাবেক ভারতীয় অধিনায়ক গাভাস্কার বলেন, প্রতিটি দলেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। তবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটির মধ্য দিয়ে কিউইদের অনেক দুর্বলতা উন্মোচিত হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটিও তাই খুব একটা সহজ হবে না। ম্যাচটিকে হাল্কাভাবে না নিয়ে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে ধোনির দলকে। তিনি আরও বলেন, বাংলাদেশকে সহজভাবে নেয়ার কোন সুযোগ নেই ভারতের। নকআউট পর্বের এই ম্যাচে নিজেদের দিনে একটি দল যে কোন কিছুই ঘটাতে পারে। ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ যে রোমাঞ্চকর ক্রিকেট খেলেছে, এরপর আর কোয়ার্টার ফাইনালে ওদের হাল্কাভাবে নেয়া মোটেই ঠিক হবে না। আমি যখন অধিনায়ক ছিলাম, তুলনামূলক ছোট দলগুলোর সঙ্গেই বেশি সতর্ক থাকার চেষ্টা করতাম। বিশ্বকাপে ভারতের কাঁটা হওয়ার ইতিহাসও আছে বাংলাদেশের। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ হেরেই তো বিদায় নিয়েছিল ভারত। কিরণ মোরের ভাষ্য, কোয়ার্টার ফাইনালে ছোট দল বলে কিছু নেই। যে দলটা শেষ আটে উঠে এসেছে, বুঝতে হবে তাদের সামর্থ্য আছে বলেই তারা এ পর্যন্ত এসেছে। মানসিকভাবে তারা এখন আরও শক্তিশালী থাকবে। বিশ্বকাপে বাংলাদেশের পারফর্মেন্স মুগ্ধ সৌরভ গাঙ্গুলী। তবে কোয়ার্টার ফাইনালে মাশরাফির দল ভারতকে হারাতে পারবে না বলেই মনে করছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এ প্রসঙ্গে সৌরভ বলেন, আমি তাদের (বাংলাদেশ) শেষ তিন চারটা বিশ্বকাপ দেখছি, ইংল্যান্ডকেও হারাতে দেখেছি। নিউজিল্যান্ডের ওপর তারা প্রচ- চাপ সৃষ্টি করেছে। বাংলাদেশ এখন অনেক ভাল দল। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের যে উন্নতি হয়েছে সেটা এ মুহূর্তে ভারতকে হারানোর জন্য যথেষ্ট নয়। শনিবার বিশ্বকাপ ক্রিকেটে স্টার স্পোর্টসে ধারাভাষ্যের সময় এমন মন্তব্য করেন কলকাতার বাঙালী বাবু।
×