ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বাদী-বান্দার রূপকথা’ নৃত্যনাট্যের মঞ্চায়ন

আইজিসিসির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে

প্রকাশিত: ০৫:৩৭, ১৬ মার্চ ২০১৫

আইজিসিসির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে

স্টাফ রিপোর্টার ॥ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হলো সৃষ্টি কালচার সেন্টারের অনবদ্য প্রযোজনা নৃত্যনাট্য ‘বাদী-বান্দার রূপকথা’। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে দ্বিতীয় ঢাকা আইটিআই উৎসবে এ নৃত্যনাট্যের চতুর্থ মঞ্চায়ন হয়। নৃত্যনাট্যের নির্দেশনা দিয়েছেন কলকাতার বিশিষ্ট নৃত্যনির্দেশক সুকল্যাণ ভট্টাচার্য্য। আরব্য রজনীর আলীবাবা ও চল্লিশ চোরের কাহিনী অবলম্বনে এ নৃত্যনাট্যে প্রধান চরিত্রে রূপদান করেন নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। আরও ছিলেন সুকল্যাণ ভট্টাচার্য্য, আনিসুল ইসলাম হিরু, ডলি ইকবাল, সাবরিনা নিসা এবং নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচার সেন্টারের নৃত্যশিল্পীসহ দেশের প্রখ্যাত ও স্বনামধন্য ৭০ জন নবীন নৃত্যশিল্পী। নৃত্যনাট্যের সঙ্গীত পরিচালনা করেন ভারতের জয় সরকার। নৃত্যাঞ্চলের সহযোগিতায় নির্মিত এ নৃত্যনাট্যে কণ্ঠ দিয়েছেন কলকাতার প্রখ্যাত কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও ইন্দ্রানী হালদার। শঙ্কর তালুকদারের রচনায় আলোক পরিকল্পনা করেছেন ঠা ু রায়হান। পৃথিবী বিখ্যাত আরব্য রজনীর রূপকথা ‘আলীবাবা ও চল্লিশ চোর’-এর কাহিনী অবলম্বনে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হয়েছে নৃত্যনাট্য ‘বাদী-বান্দার রূপকথা’। মানুষের মধ্যে যা কিছু অমানবিক, তার লোভ, স্বার্থপরতা, হিংসা সব কিছুকে জয় করে মানুষকে প্রেমিক করে তোলার কাহিনী বাদী-বান্দার রূপকথা। নৃত্যনাট্য প্রসঙ্গে সৃষ্টি কালচার সেন্টারের প্রধান আনিসুল ইসলাম হিরু বলেন, বাংলাদেশে এই প্রথম-থ্রি ডাইমেনশন ম্যাপিং প্রজেকশন, সেট আর প্রপসের নতুন মাত্রাযোগে নৃত্যনাট্যটি তৈরি করা হয়েছে। এতে একই সঙ্গে দেশের প্রখ্যাত ও স্বনামধন্য নৃত্যশিল্পীদের সঙ্গে মেলবন্ধন ঘটেছে ৭০ জন নবীন নৃত্যশিল্পীর। ইতোমধ্যে এই নৃত্যনাট্যটি নিয়ে ব্যাপক সাড়া পেয়েছি। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞ।
×