ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানি লন্ডারিং রোধে সব ব্যাংকে অভিন্ন ফরম

প্রকাশিত: ০৪:১৭, ১৬ মার্চ ২০১৫

মানি লন্ডারিং রোধে সব ব্যাংকে অভিন্ন ফরম

অর্থনৈতিক রিপোর্টার ॥ মানি লন্ডারিং প্রতিরোধে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে অভিন্ন হিসাব খোলার ফরম ও গ্রাহক পরিচিতি সম্পর্কিত (কেওয়াইসি) ফরম প্রনয়ণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য আগামী ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। রবিবার বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট (বিএফইইউ) থেকে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়, দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে অভিন্ন হিসাব খোলার ফরম ও কেওয়াইসি ফরম দ্রুতই প্রচলন করতে হবে। তবে আগামী ৩০ জুনের মধ্যে তা অবশ্যই সম্পন্ন করতে হবে। এছাড়া নতুনভাবে মুদ্রিত ফরমের এক সেট কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা ইউনিটে দাখিল করতে হবে। পাশাপাশি অভিন্ন ফরমের তথ্যাদি সকল আর্থিক প্রতিষ্ঠানের হিসাব খোলার ফরমে অবশ্যই থাকতে হবে। তবে কোন আর্থিক প্রতিষ্ঠান প্রয়োজনে অতিরিক্ত তথ্যাদি সংযোজন করতে পারবে।
×