ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হর্টেক্স ফাউন্ডেশনের বার্ষিক সভা

প্রকাশিত: ০৬:৩০, ১৫ মার্চ ২০১৫

হর্টেক্স ফাউন্ডেশনের বার্ষিক সভা

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বৈদেশিক বাজারে উদ্যান ফসল রফতানি সম্প্রসারণের লক্ষ্যে একটি সেবাধর্মী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (হর্টেক্স ফাউন্ডেশন) প্রতিষ্ঠিত হয়। হর্টেক্স ফাউন্ডেশনের ৯ম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি মোঃ ইউনুসুর রহমান, সচিব, কৃষি মন্ত্রণালয় ও চেয়ারম্যান, হর্টেক্স ফাউন্ডেশনের সভাপতিত্বে ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। হর্টেক্স ফাউন্ডেশনের সাধারণ পর্ষদের মোট ৩৭ জন সদস্যের মধ্যে ২৮ জন সদস্য বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন। তাছাড়াও হর্টেক্স ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং অডিট ফার্ম হুদা ভাসি চৌধুরী এ্যান্ড কোম্পানির একজন প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি বিদেশী বিনিয়োগকারীদের মালিকানার নিশ্চয়তা বাংলানিউজ ॥ সৌদি আরবের বিনিয়োগ বোর্ড বিদেশী বিনিয়োগকারীদের শতভাগ মালিকানা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ধর্মীয় বিষয় ছাড়া বাকি সব সেক্টরে বিদেশীরা বিনিয়োগ করতে পারবেন। তাদের ব্যবসা সংক্রান্ত যাবতীয় দাফতরিক সহায়তা দেয়ার জন্য সংশ্লিষ্ট সব সরকারী প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে। সৌদি বিনিয়োগ বোর্ডের পরিচালক ড. আইয়েদ আল ওতাইবির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতির যে নীতি, তার মধ্যে থাকতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি আরবে ২০০০ সালে ‘ফরেন ইনভেস্টমেন্ট এ্যাক্ট’ নামে একটি আইন পাস করা হয়, যাতে নির্দিষ্ট কিছু বিষয় ছাড়া বিদেশী বিনিয়োগকারীদের পূর্ণ মালিকানা দেয়ার নিয়ম রয়েছে। ড. ওতাইবি এ আইনের বাস্তব প্রয়োগে অগ্রসর হওয়ার প্রতি গুরুত্ব দেন।
×