ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়া বিশ্বকাপেও জার্মানির কোচ জোয়াকিম লো

প্রকাশিত: ০৬:২০, ১৫ মার্চ ২০১৫

রাশিয়া বিশ্বকাপেও জার্মানির কোচ জোয়াকিম লো

স্পোর্টস রিপোর্টার ॥ দুই যুগ পর জার্মানিকে স্বপ্নের বিশ্বকাপ উপহার দেন জোয়াকিম লো। যে কারণে এই কোচের উপরই আস্থা রাখছেন জার্মানরা। তাই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করল জার্মান ফুটবল ফেডারেশন। এর ফলে রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গেই থাকছেন জোয়াকিম লো। শুক্রবার চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল ফেডারেশন। আগের চুক্তি অনুযায়ী ইউরো ২০১৬ পর্যন্ত জার্মানির সঙ্গে থাকার কথা ছিল ৫৫ বছর বয়সী জোয়াকিম লোর। এক দশকেরও বেশি সময় আগে তৎকালীন কোচ জার্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে জার্মান দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন জোয়াকিম লো। তবে নিজেদের মাঠে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপের পরপরই প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তবে চমকটা দেখান গত বছর। ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা উপহার দেন জার্মান দলকে। ফুটবলের পাওয়ার হাউস নামে খ্যাত জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর লোর প্রথম টুর্নামেন্ট ছিল ইউরো ২০০৮। সেই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেই ফাইনালে উঠে তারা। কিন্তু দুর্ভাগ্য ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় জার্মানি। এর ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় জার্মানদের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপেও সেমিফাইনাল খেলে লোর দল। কিন্তু এখানেও সেই প্রতিপক্ষ হিসবে স্পেনকে পায় জার্মানি। শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গালে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় লোর শিষ্যদের। বড় চমকটা দেখান গত বছর ব্রাজিল বিশ্বকাপে। সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় তারা। এরপর স্বপ্নের বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হয় জার্মানি। আর শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জোয়াকিম লোর দল। এরপরই শোনা যাচ্ছিল তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে জার্মানি। অবশেষে শুক্রবার সেটাও করে ফেলল জার্মান ফুটবল ফেডারেশন। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে নতুন করে চুক্তি করার পর দারুণ সন্তুষ্ট লো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার হৃদয় এবং মস্তিষ্কের সঙ্গে আমি হ্যাঁ বলেছি। আমি মনে করি দলের সঙ্গে আমরা অসাধারণ ভাল পারফর্মেন্স করেছি। আর এ কারণেই তাদের প্রস্তাবকে গ্রহণ করেছি আমি। এমন সাফল্য আরও পেতে চাই আমরা। সে জন্য ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনাও রয়েছে।’
×