ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করলে সঙ্কট নিরসন সম্ভব ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:৫২, ১৫ মার্চ ২০১৫

সব রাজনৈতিক দল একসঙ্গে বসে আলোচনা করলে সঙ্কট নিরসন সম্ভব ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশের চলমান সঙ্কট উত্তরণ প্রসঙ্গে বলেছেন, সংলাপের উদ্যোগ নিতে হবে আওয়ামী লীগ এবং বিএনপিকেই। তবে সব রাজনৈতিক দল এক সঙ্গে বসে আলোচনা করলেই এই সঙ্কট নিরসন করা সম্ভব। তিনি বলেন, জাতীয় পার্টি সবার সঙ্গে আলোচনার যে উদ্যোগ নিয়েছিল তা ব্যর্থ হয়েছে। কারও সাড়া পাওয়া যায়নি। সে সময় দলগুলো সাড়া দিলে এ অবস্থার সৃষ্টি হতো না। শনিবার সকালে চারদিনের ব্যক্তিগত সফরে রংপুরে এসে নিজ বাসভবন ‘পল্লী নিবাসে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ কথা বলেন। এরশাদ বলেন, দেশের রাজনীতিকরা আজ ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে। তারা শুধু নিজেদের ক্ষমতার ভাবনায় নিমজ্জিত। জনগণের জানমাল আর নিরাপত্তার কথা ভাবেন না। তিনি বলেন, ১৯৯০ সালের পর থেকে বাংলাদেশে গণতন্ত্রের কবর হয়েছে। কোন সংসদেই বিরোধী দল তাদের ভূমিকা পালন করেনি। জ্বালাও-পোড়াও হয়েছে, মানুষ মরেছে। দেশ আলোর মুখ দেখেনি। দলকে আরও সুসংগঠিত করতে শনিবার সকালে চার দিনের ব্যক্তিগত সফরে রংপুরে আসেন এরশাদ। তিনি রংপুর সদর উপজেলার পাঁচ ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় এরশাদের সঙ্গে ছিলেন তার ভাই সাবেক মন্ত্রী জিএম কাদের, জেলা নেতা মোফাজ্জাল হোসেন, মোস্তাফিজার রহমান মোস্তফা, আজমল হোসেন লেবু ও এসএম ইয়াসির।
×