ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনিয়োগে আগ্রহ

প্রকাশিত: ০৩:৪৬, ১৫ মার্চ ২০১৫

বিনিয়োগে আগ্রহ

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য শিল্পায়ন ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রগুলো ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতির লক্ষ্যে এই খাতগুলোকে আরও চাঙ্গা ও গতিশীল করে তোলাটাই জরুরী। বাংলাদেশ আজ আর কোন পশ্চাৎপদ দেশ নয়। এখানে প্রবৃদ্ধির হার বেড়েছে। সেই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতাও। মানুষের জীবনযাত্রায়ও আসছে সচ্ছলতা। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে সম্প্রসারণের জন্য বৈদেশিক সহযোগিতা ও সহায়তা প্রয়োজন। উন্নত দেশগুলো বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করে আসছে। সর্বশেষ জার্মানিও বাংলাদেশে হাল্কা ও ভারি মূলধনী যন্ত্র কারখানায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রস্তাবিত এক্সক্লুসিভ ইকোনমিক জোনগুলোতে জার্মান ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এর জন্য যথাযথ সুযোগ-সুবিধা চান তারা। বাংলাদেশের রফতানি প্রক্রিয়াকরণ এলাকার ব্যবস্থাপনা ও সফলতা তাদের আগ্রহ তৈরি করেছে। তাই চাহিদা অনুযায়ী অন্যান্য খাতেও তারা বিনিয়োগে আগ্রহী। জার্মান সরকারের বাংলাদেশে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি যেসব ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, সেসব ক্ষেত্রে জার্মান ব্যবসায়ীরা সম্পূর্ণ সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেছে। জার্মানি সরকার বাংলাদেশের শ্রম অধিকার, শ্রমিকদের কল্যাণ তথা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিকসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেছে এবং এসব ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দিয়েছে। জানা গেছে, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা, উন্নত ও কর্মবান্ধব কাজের পরিবেশ নিশ্চিত করতে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে জার্মানি। জার্মানি সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে জার্মানির মন্ত্রী, ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের মাঝে বৈঠককালে তারা এই আগ্রহ প্রকাশ করেছেন। বাণিজ্যমন্ত্রী অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর সরকারের গৃহীত পদক্ষেপ, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি, কারখানা পরিদর্শন এবং রিপোর্টের বিষয়ে তাদের অবহিত করেন। জার্মান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে জার্মান সরকার বাংলাদেশে চলমান সহযোগিতা অব্যাহত রাখবে এবং চাহিদা অনুযায়ী নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। এমনকি বিশ্ববাজারে বাংলাদেশের ইমেজ বৃদ্ধির ক্ষেত্রে জার্মান সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেছে। এই সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অবদান রাখবে।
×