ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বিষাক্ত বর্জ্যে মরছে করতোয়ার মাছ

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ মার্চ ২০১৫

পঞ্চগড়ে বিষাক্ত বর্জ্যে মরছে করতোয়ার  মাছ

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় ॥ পঞ্চগড় চিনিকলের তরল বর্জ্যে করতোয়া নদীর পানি বিষাক্ত হয়ে পড়ায় মাছ মরে যেতে শুরু করেছে। মৎস্যজীবীদের দাবি চিনিকলের বিষাক্ত তরল বর্জ্যে এমন হয়েছে। করতোয়ার নলকূড়া, সারোগাড়া, টেংরামনি ও বোয়ালমারী মৎস্য অভয়াশ্রমের মৎস্যজীবীরা জানান, হঠাৎ করে শুক্রবার ভোর থেকে নদীতে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। সকাল থেকে স্থানীয়রা এসব মাছ তুলে বাড়ি নিয়ে যায়। ছোট ছোট মাছ শুধু নয় ১০/১৫ কেজি ওজনের পর্যন্ত বোয়াল, আইড়, গ্লাসকার্প মাছসহ বিপুল পরিমাণ পোনা মাছ মারা গেছে। মৎস্য বিভাগ কোটি টাকার মাছ মরেছে বলে দাবি করেছেন। নদীর পানি দুর্গন্ধ এবং রং কালো হয়ে গেছে। বোদা উপজেলা ফুলতলা থেকে বোয়ালমারী পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকার এসব মাছ মারা যায়। মাছ মরে যাওয়ায় নদী তীরবর্তী সহস্রাধিক জেলের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। করতোয়া নদীর মাছ পঞ্চগড়ের একটা বড় উৎস। এই উৎস বন্ধ হয়ে গেলে বাজারে দেশীয় মাছের সঙ্কট দেখা দেবে। বর্জ্যে মাছের প্রজনন হবে না বলেও আশঙ্কা করছেন মৎস্য কর্মকর্তারা। করতোয়া নদীর নলকূড়া অভয়াশ্রম মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মখলেছুর রহমান বলেন, পঞ্চগড় চিনিকলের তরল বর্জ্যে নদীর মাছ মারা যাচ্ছে।
×