ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই ॥ সন্তু লারমা

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ মার্চ ২০১৫

চুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই ॥ সন্তু লারমা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৩ মার্চ ॥ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা নেই বলে অভিযোগ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা। শুক্রবার দুপুরে বান্দরবানের ফারুকপাড়া কমিনিউটি হলে পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখার সভাপতি মংস্ত মার্মার সভাপতিত্বে পিসিপির বান্দরবান জেলা শাখার ১৬তম বার্ষিকী ও কাউন্সিলে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা এসব কথা বলেন। জুন্ম জনগণের বিরুদ্ধে সকল রাষ্ট্রীয় আগ্রাসন রুখতে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধের ডাক দিয়ে তিনি আরও বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সরকার শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচীভিত্তিক কার্যকর কর্মপরিকল্পনা যদি হাতে না নিয়ে থাকে, তাহলে পার্বত্য অঞ্চলের বুকে ১ মে থেকে লড়াই সংগ্রাম শুরু হবে। তিনি আরও বলেন, আমরা শ্বাসরুদ্ধকর পরিবেশে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছি, এই জীবনকে আমরা মেনে নিতে পারি না, পারব না, আমরা সুষ্ঠু জীবন ফিরে পেতে চাই।অনুষ্ঠানে বিশেষ অতিথি আঞ্চলিক পরিষদ সদস্য ক্য এস মং, জেএসএসের জেলা সভাপতি মিল্টন ত্রিপুরা, জলি মং মার্মা, ক্যা বা মং মার্মা, অং থোয়াই চিং মার্মা, পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্ধসহ অনেকে উপস্থিত ছিলেন।
×