ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় কাজ ভাগাভাগি করে নিয়েছেন উভয় দলের ঠিকাদাররা

টেন্ডার ভাগাভাগিতে এককাট্টা আওয়ামী লীগ-বিএনপি

প্রকাশিত: ০৪:৪৮, ১৪ মার্চ ২০১৫

টেন্ডার ভাগাভাগিতে এককাট্টা আওয়ামী লীগ-বিএনপি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৩ মার্চ ॥ বৃহস্পতিবার বিকেলে নওগাঁ পৌরসভার ইউজিপ-৩ প্রকল্পের দুটি গ্রুপের ১৫ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ দুটি ছিল ৮ কোটি ও ৭ কোটি টাকার। টেন্ডার ড্রপিং-এ ঠিকাদারদের বাধাদান, যোগসাজশ করে সরকারী ও বিদেশী অর্থের অপচয় ও তছরুপসহ টেন্ডার ভাগবাঁটোয়ারার অভিযোগ উঠেছে। শুধু রাজনৈতিক আন্দোলনেই নয়, টেন্ডারবাজিতেও নওগাঁয় আওয়ামী লীগ-বিএনপি সহাবস্থানে রয়েছে। দুটি গ্রুপের কাজ আওয়ামী লীগ-বিএনপি দাবিদার ঠিকাদাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন বলে ঠিকাদারদের একটি অংশ অভিযোগ করেছেন। এ ব্যাপারে পৌর মেয়র ও জেলা বিএনপির নেতা নজমুল হক সনির সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি টেন্ডারে অনিয়মের বিষয়টি জানেন না দাবি করে বলেন, ওই সময় আমি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁর গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলাম। অপরদিকে ওইদিন বদলগাছীতে জলমহালের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার সরকারী মালিকানাধীন সদর ইউনিয়নের নীলা দিঘি নামক খাস জলাশয়ের ৩ বছর মেয়াদী ইজারার টেন্ডার দাখিলের শেষদিন ছিল। সকালে দরপত্র ক্রয়কারী ঠিকাদাররা টেন্ডার দাখিলের জন্য উপজেলা পরিষদ চত্বরে এসে জড়ো হয়। বেলা সাড়ে ১২টার দিকে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মীদের মাঝে বাগ্বিত-ার এক পর্যায়ে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে চাংলা গ্রামের আনোয়ার হোসেন নামে একজন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
×