ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা-দিনাজপুর

১০৩ ল্যাপটপের পরিবহন ব্যয় ৮২ হাজার

প্রকাশিত: ০৪:৪৭, ১৪ মার্চ ২০১৫

১০৩ ল্যাপটপের পরিবহন ব্যয় ৮২ হাজার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঢাকা থেকে দিনাজপুরে অনুদানের ১০৩টি ল্যাপটপ আনার পরিবহন ভাড়া হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আদায় করেছেন সাড়ে ৮২ হাজার টাকা। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ একরামুল হক জানান, জেলার ১৩টি উপজেলার মধ্যে ১২টিতে ৮টি করে ৯৬টি এবং বোচাগঞ্জ উপজেলায় ৭টি ল্যাপটপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুদান হিসেবে বুধ ও বৃহস্পতিবার হস্তান্তর করা হয়। ঢাকা থেকে ১০৩টি ল্যাপটপ আনার জন্য পরিবহন খাতে কোন বরাদ্দ না থাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১০৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছ থেকে ৮০০ টাকা হারে ৮২ হাজার ৪শ’ টাকা পরিবহন ব্যয় হিসেবে নগদ আদায় করেছেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টাকা আদায়ের কথা স্বীকার করে বলেন, ১০৩টি ল্যাপটপ আনতে ৭০ হাজার টাকার বেশি পরিবহন ব্যয় হয়েছে। ১৩টি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পরিবহন ব্যয় চেয়ে অধিদফতরে পত্র দেয়ার কথা বলা হয়েছে। অধিদফতর অর্থ বরাদ্দ করলে বিদ্যালয়ের কাছ থেকে নেয়া সাড়ে ৮২ হাজার টাকা ফেরত দেয়া হবে বলে উক্ত কর্মকর্তা জানান।
×