ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লিবিয়ায় নতুন ফ্রন্ট খুলেছে আইএস

প্রকাশিত: ০৪:২০, ১৩ মার্চ ২০১৫

লিবিয়ায় নতুন ফ্রন্ট খুলেছে আইএস

ইসলামিক স্টেট (আইএস) ভূমধ্যসাগরীয় সিরীয় শহর সুর্তে কেবল এক নিরাপদ আস্তানাই গড়েনি। এর যোদ্ধারা শহরটির কেন্দ্রস্থল ততই বিস্তৃতভাবে করায়ত্ত করে রেখেছে যে, তাদের হটিয়ে দিতে পাঠানো এক লিবীয় ব্রিগেড শহরের বাইরে শিবিরে অবস্থান করছে। ব্রিগেডটি শহরে ঢুকতে ভয় পাচ্ছে বলে মনে হয় এবং এতে চরমপন্থীরা তাদের ইচ্ছামতো শহরে যাওয়া-আসার সুযোগ পাচ্ছে। শহর ঘিরে থাকা মহাসড়কে নির্মিত এক ছাউনিতে ব্রিগেডের নেতা মোহাম্মদ ওমর আল হাসান বলেন, আমরা তাদের নিঃশব্দে বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছি, কারণ আমাদের যত কমসংখ্যক লোকের বিরুদ্ধে লড়াই করতে হবে, ততই ভাল। তিনি তার ব্রিগেডের সুর্তে পৌঁছানোর পর ১৬ দিনেরও বেশি বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যার চেষ্টা করতে গিয়ে বলেন, কেন আমরা শহরটিকে কষ্ট স্বীকারে বাধ্য করব? লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার আল গাদ্দাফির ক্ষমতাচ্যুতির প্রায় চার বছর পর দেশটির বিবদমান শহরগুলো অর্থ ও ক্ষমতা দিয়ে গুরুতর অভ্যন্তরীণ সংঘর্ষে জড়িত হয়ে পড়ে। এর মাধ্যমে তারা দেশটির তেলসমৃদ্ধ মরুভূমি ও বিস্তীর্ণ উপকূলে ইসলামিক স্টেটের বিস্তার লাভের সুযোগ করে দেয়। লিবিয়াতে ওই উগ্রগামী দলটি এক নতুন রণক্ষেত্র খুলেছে, কারণ তাই ইরাক ও সিরিয়াস্থ এর শক্তিশালী ঘাঁটিগুলোর ওপর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার ফলে ক্রমশ চাপের মুখে পড়েছে। অন্যান্য চরমপন্থী সংগঠনগুলো কেবল ইসলামিক স্টেটের ভীতিকর নামটিকে কাজে লাগাতেই চেয়েছে। -ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস।
×