ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের সভা সোমবার

প্রকাশিত: ০৫:৪৮, ১১ মার্চ ২০১৫

ব্র্যাক ব্যাংকের সভা সোমবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার বিকেল সাড়ে ৩টায় এই ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এই বৈঠকে ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১০ শতাংশ বোনাস এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ। স্পট মার্কেটে যাচ্ছে ৫ কোম্পানি অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির লেনদেন আজ বুধবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি ৫টি হচ্ছে : সাউথইস্ট ব্যাংক, ডাচ্্-বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং সিঙ্গার বাংলাদেশ। সূত্র জানায়, বুধবার ও বৃহস্পতিবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট আগামী রবিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।
×