ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্লো ওভার বোলিং

জয়ের আনন্দে জরিমানার বিষাদ মাশরাফিদের

প্রকাশিত: ০৫:৪৩, ১১ মার্চ ২০১৫

জয়ের আনন্দে জরিমানার বিষাদ মাশরাফিদের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের দিনে সামান্য হলেও বিষাদের ছায়া পড়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। আর সেজন্য বড় দায়ভারটা নিতে হচ্ছে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকেই। তাঁর ম্যাচ ফি থেকে ৪০ শতাংশ কেটে নেয়া হয়েছে। পুরো দলই জরিমানার মুখে পড়েছে। দলের অন্য সদস্যদের ম্যাচ ফি থেকে ২০ শতাংশ হারে কর্তন করা হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানিয়েছে। সোমবার এ্যাডিলেডে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে শক্তিশালী ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে দেয় বাংলাদেশ। অবিস্মরণীয় এ জয়ে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ড পেরোয় টাইগাররা। আর প্রথমবার নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। ৯ বল বাকি থাকতেই বাংলাদেশের করা ৭ উইকেটে ২৭৫ রানের জবাবে ২৬০ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এরপরও নির্দিষ্ট সময়ে বোলিং শেষ করতে পারেনি বাংলাদেশ। তাই জয়ের আনন্দে মধ্যে মৃদু বিষাদের ছোঁয়া লাগল। সেøা ওভার রেটের কারণে পুরো দলকেই জরিমানা করেছে আইসিসি। অধিনায়ক মাশরাফিকে ম্যাচ ফি’র ৪০ ভাগ এবং দলের বাকি সদস্যদের ২০ ভাগ করে জরিমানা করা হয়েছে। তবে এ জরিমানা বিন্দুমাত্র উৎসব কমাতে পারেনি বাংলাদেশ শিবিরে। এ বিষয়ে মাশরাফি ম্যাচ শেষ হওয়ার পরেই সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা এখনও জানেন না কিন্তু ‘সেøা ওভার রেটের কারণে আমার ম্যাচ ফির ৪০ শতাংশ এবং বাকি খেলোয়াড়দের ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। তবে এটা হতেই পারে। বিষয়টা নিয়ে আপাতত ভেবে আনন্দটা কমাতে চাচ্ছি না।’
×