ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষক সমিতির আহ্বান

এস এস সি পরীক্ষার্থীদের কথা ভেবে হরতাল অবরোধ থেকে বিরত থাকুন

প্রকাশিত: ০৫:৩৪, ১১ মার্চ ২০১৫

এস এস সি পরীক্ষার্থীদের কথা  ভেবে হরতাল অবরোধ  থেকে বিরত থাকুন

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলম চৌধুরী ও মহাসচিব মোঃ ইয়াদ আলী খান সম্প্রতি এক যুক্ত বিবৃতিতে চলতি এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দেশব্যাপী হরতাল ও অবরোধের মতো সহিংস কর্মসূচী থেকে বিরত থাকার জন্য ২০ দলীয় জোটের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, দেশে বিরাজমান সহিংসতাপূর্ণ আন্দোলনের কারণে ১৫ লাখ পরীক্ষাথী ও তাদের অভিভাবকগণ চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। পরীক্ষার্থী ও অভিভাবকগণ যাতে নির্বিঘেœ পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারে সে জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নেতৃদ্বয় সরকারের প্রতি দাবি জানান।
×