ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ককটেল বানাতে গিয়ে যুবদল নেতার কব্জি উড়ে গেছে

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মার্চ ২০১৫

ককটেল বানাতে  গিয়ে যুবদল  নেতার কব্জি  উড়ে গেছে

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে রংপুর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ফিরোজ সরকার বিপ্লব গুরুতর আহত হয়েছেন। পুলিশ প্রহরায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ওই বাসা থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। মঙ্গলবার বিকালে নগরীর রবার্টসনগঞ্জ এলাকার একটি রাড়িতে ঘটে এ ঘটনা। ঘটনার পরই বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা সব পালিয়ে গেছে। জানা গেছে, ওই এলাকায় বসবাসরত যুবদলের আরেক নেতা রাসেল মিয়ার বাসার ফাঁকা একটি ঘরে রাসেল বিপ্লবসহ বেশ কিছু যুবক ককটেল বানাচ্ছিল। আকস্মিকভাবে সেখানে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকাবাসীর মাঝে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এরই মাঝে এলাকাবাসী দেখতে পায় বাসার মালিক রাসেল, গুরুতর আহত অবস্থায় এক যুবকসহ বেশ কিছু যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ওই বাসার অন্য ভাড়াটিয়ারাও আতঙ্কে পালিয়ে যায়। পরে খবর পেয়ে র‌্যাব ও পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে এবং রাহেলের ঘরের ভেতর থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। এ সময় পুলিশ ও র‌্যাব কাউকেই আটক করতে পারেনি। সন্ধ্যার কিছু পরে পুলিশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বিপ্লবকে আটক করে। চিকিৎসকরা তাৎক্ষণিক তার ডান হাতের কব্জি কেটে ফেলেছে। এছাড়া তার শরীরে মারাত্মক জখম রয়েছে।
×