ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টারে বহিরাগত, চিকিৎসকরা থাকেন শহরে

প্রকাশিত: ০৬:৩৫, ১০ মার্চ ২০১৫

কোয়ার্টারে বহিরাগত, চিকিৎসকরা থাকেন শহরে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য নির্মিত কোয়ার্টারে চিকিৎসকরা না থাকায় সেখানে বসতি গড়েছে বহিরাগতরা। চিকিৎসকদের থাকার জন্য সরকার ৮টি কোয়ার্টার নির্মাণ করলেও চিকিৎসকরা সেগুলো ব্যবহার করেন না। তারা বসবাস করেন উপজেলা সদর থেকে ৫০ কিলোমিটার দূরে রাজশাহী শহরে। এ সুযোগে কোয়ার্টারে বসবাস শুরু করেছেন বহিরাগতরা। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্রটিতে মোট ১৭ চিকিৎসক কর্মরর্ত আছেন। এদের মধ্যে মাত্র একজন চিকিৎসক থাকেন কোয়ার্টারে। অন্য ১৬ জনই থাকেন রাজশাহী মহানগরীতে। এ কারণে একদিকে যেমন কোয়ার্টারগুলোতে বহিরাগতরা বাস করতে শুরু করেছে অপরদিক প্রায় ৫০ কিলোমিটার দূরে রাজশাহী মহানগরীতে চিকিৎসকরা বাস করায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। জানা গেছে, উপজেলা সদরে অবস্থিত বাঘা স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের থাকার কথা। তবে একজন মাত্র চিকিৎসক কাগজে কলমে একটি কোয়ার্টার বরাদ্দ নিলেও তিনি সেখানে নিয়মিত থাকেন না। বাকি ১৬ জনের মধ্যে কেবল টিএইচএ সিরাজুল ইসলাম ছাড়া অন্যরা সবাই বাস করেন রাজশাহী শহরে। স্বাস্থ্যকেন্দ্রের যক্ষ্মা বিভাগের এক কর্মকর্তা জানান, একজন নার্স দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছে। তিনিও মাসের পর মাস ভাড়া না দিয়ে এখানে বসবাস করছেন। এর কারণ হিসেবে ওই নার্সের সঙ্গে হিসাবরক্ষণ কর্মকর্তার সু-সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কোয়ার্টার ভাড়া দিয়ে অর্থ লেনদেনের ঘটনা অস্বীকার করে বাঘা স্বাস্থ্য কেন্দ্রের টিএইচএ ডাঃ সিরাজুল ইসলাম জানান, আমি এক মাস আগে এখানে যোগদান করেছি। কে ভাড়া দেয়- আর কে দেয় না এ সম্পর্কে তিনি কিছু জানেন না। পাঁচবিবি সীমান্তে বিজিবির ওপর চোরাচালানিদের হামলা নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৯ মার্চ ॥ পাঁচবিবির ঘনাপাড়া সীমান্তে সোমবার ফেনসিডিল চোরাচালানীদের বাধা দিতে গেলে বিজিবির ওপর চড়াও হয়। এ সময় বিজিবি ২ রাউন্ড গুলি ছুড়লে তারা পালিয়ে যায় ও এক চোরাচালানীকে বিজিবি ফেনসিডিলসহ আটক করে। জানা যায়, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে ২০-২৫ জনের চোরাচালানি ফেনসিডিল ও অন্যান্য চোরাচালানি পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বিজিবি তাদের বাধা দেয়। এ সময় চোরাচালানিরা বিজিবির ওপরে দেশীয় ধারালো অস্ত্রসহ আক্রমণ চালাতে এলে বিজিবি আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় অন্যান্য চোরাচালানিরা পালিয়ে গেলেও ফারুক হোসেন নামে একজন চোরাচালানিকে ২৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।
×