ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দায়রা আদালতেও ফালুর জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৮:১৮, ৯ মার্চ ২০১৫

দায়রা আদালতেও ফালুর জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর পেট্রোলবোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টায় রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় জামিনের আবেদন নাকচ করেছেন মহানগর দায়রা আদালত। ঢাকা মহানগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস রবিবার জামিন আবেদনের উপর শুনানি শেষে তা নাকচ করে দেন। এর আগে ঢাকার সিএমএম আদালত ফালুর জামিনের আবেদন নাকচ করে দিয়েছিলেন। গত ৩০ জানুয়ারি রাত পৌনে ৯টার দিকে খিলগাঁও থানাধীন খিলগাঁও ফ্লাইওভারের পশ্চিম-দক্ষিণ ঢালে যাত্রাবাড়ী থেকে টঙ্গীগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিল। গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টার দিকে ফালুকে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে আটক করে ডিবি। এরপর তাকে এ মামলায় ৫ দিনসহ পৃথক তিন মামলায় ১৩ দিন রিমান্ডে নেয়া হয়।
×