ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাক-আইরিশ ম্যাচেই দু’দলের ভাগ্যনির্ধারণ?

প্রকাশিত: ০৫:৪৩, ৯ মার্চ ২০১৫

পাক-আইরিশ ম্যাচেই দু’দলের ভাগ্যনির্ধারণ?

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ক্রিকেটে পুল ‘বি’ থেকে নকআউট পর্বে ওঠার লড়াই দারুণ জমে উঠেছে। শনিবার নিজ নিজ ম্যাচে পাকিস্তান ও আয়ারল্যান্ড জয় পাওয়ায় আকর্ষণ আরও বেড়েছে। এখন এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সঙ্গী হবে কারা সেটা জানতে হলে শেষ ম্যাচগুলোর দিকে চেয়ে থাকতে হবে। ভারত চার ম্যাচের সবটিই জিতে ইতোমধ্যে শেষ আট নিশ্চিত করেছে। পুল ‘বি’ থেকে আর তিনটি স্থানের জন্য লড়াই হচ্ছে মূলত দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। প্রথম তিন দলেরই ভা-ারে জমা সমান ৬ পয়েন্ট করে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বাকি আছে মাত্র একটি করে ম্যাচ। আর আয়ারল্যান্ডের বাকি দুই ম্যাচ। বর্তমানে যে অবস্থা তাতে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার আয়ারল্যান্ড তাদের পঞ্চম ম্যাচ খেলবে অপ্রতিরোধ্য ভারতের বিরুদ্ধে। ম্যাচটিতে মহেন্দ্র সিং ধোনির দলের কাছে যদি আইরিশরা হেরে যায় তাহলে ১৫ মার্চ পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচে ফয়সালা হবে কোন্ দলের ভাগ্যের শিকে ছিঁড়বে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা তিন জয়ে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। এ কারণে দেশটির স্বপ্ন এখন অনেক বড়। অবশ্য প্রথমে শেষ আট নিশ্চিত করতে চায় মিসবাহ-উল-হকের দল। আর কোচ ওয়াকার ইউনুস তো ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন দেখছেন। ওয়াকার বলেন, আমি আশা করছি সেই স্মৃতির পুনরাবৃত্তি হোক এবার। ১৯৯২ সালে ভালভাবেই আমরা চাপ নিতে পেরেছিলাম। এবারও নিতে পারছি। আমরা সেবারও প্রথমদিকে হেরেছিলাম। সেই বিশ্বকাপের অধিনায়ক ইমরান খানের অগাধ বিশ্বাস ছিল। তিনি দলকে চাঙ্গা করেছিলেন। এবারও একই রকম বিশ্বাস আমাদের ড্রেসিংরুমে দেখতে পাচ্ছি। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ওয়াকার আরও বলেন, আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। বিশ্বাস ও সামর্থ্য নিয়েই এগিয়ে যাচ্ছি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চূড়ান্ত সাফল্য পাওয়া অসম্ভব নয়। তবে এটাও ঠিক, এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে। দুই হারের পর টানা তিন জয়ে ছন্দ ফিরে পেয়েছে পাকিস্তান। এখন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচেই ভাগ্যনির্ধারণ হবে। আগামী রবিবারের ম্যাচটি নিয়েই তাই এখন ভাবনা ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। এর আগে অবশ্য গ্রুপের অন্যান্য দলের ম্যাচের ফলাফলের দিকেও চেয়ে থাকতে হবে।
×