ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ইচ্ছে করলেই কোন ডাক্তার টাকা না নিয়ে ৫ রোগীর অপারেশন করতে পারেন’

প্রকাশিত: ০৫:৩৬, ৯ মার্চ ২০১৫

‘ইচ্ছে করলেই কোন ডাক্তার টাকা না নিয়ে ৫ রোগীর অপারেশন করতে পারেন’

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসা পেশায় সেবা দেয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। তিনি বলেন, ইচ্ছে করলেই একজন চিকিৎসক পাঁচ রোগীর অপারেশন বিনামূল্যে করতে পারেন, আবার টাকা নিয়েও করতে পারেন। এটা নির্ভর করে সংশ্লিষ্ট চিকিৎসকের ওপর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসসি নার্সিং শিক্ষার্থীদের রোগীদের প্রতি অধিকতর সেবাপরায়ণ হতে হবে। কারণ এখানে অন্যান্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে অধিক সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাই তাঁদের কাছে কর্তৃপক্ষের চাওয়াটাও স্বাভাবিকভাবেই একটু বেশি থাকবে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নার্সিং স্টুডেন্টস হোস্টেলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকে পরীবাগ এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের নার্সিং স্টুডেন্টস হোস্টেলের উদ্বোধন করা হয় ও বিএসসি নার্সিং কোর্সের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোঃ রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক মোঃ শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ জুলফিকার রহমান খান, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক এম ইকবাল আর্সলান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোঃ সায়েদুর রহমান, চীফ এস্টেট অফিসার ডাঃ এ.কেএম শরীফুল ইসলাম, ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) আমিনুল ইসলাম ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়রা আযম। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী বলেন, নার্সিং একটি উচ্চমানের মহৎ পেশা। বিএসসি নার্সিং কোর্স নার্সিং পেশার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএসসি নার্সিং স্টুডেন্টস হোস্টেল নির্মাণে ব্যাংক এশিয়া সহায়তা করতে পারায় আমরা অত্যন্ত গর্বিত। ভবিষ্যতেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
×