ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন মেশিন আনবে আনোয়ার গ্যালভানাইজিং

প্রকাশিত: ০৪:১৫, ৯ মার্চ ২০১৫

নতুন মেশিন আনবে আনোয়ার গ্যালভানাইজিং

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করতে নতুন মেশিন আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী জুন মাসে নতুন মেশিন আমদানি করবে। সূত্র জানায়, উন্নতমানের ফার্নেস প্রযুক্তি ব্যবহার করলে আনোয়ার গ্যালভানাইজিংয়ের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হবে। প্রযুক্তি ব্যবহারের পরেও যে ফার্নেস প্রযুক্তি থাকবে, এটা পুনরায় ব্যবহার করে ৮০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়ানো যাবে। জানা গেছে, এ ফার্নেস প্রযুক্তির জন্য ব্যয় হবে প্রায় ৬২ লাখ টাকা। সাম্প্রতিক সময়ে কোম্পানির বছরে প্রায় এক হাজার ১৬০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে। আর নতুন প্রযুক্তি ব্যবহারে এ উৎপাদন এক হাজার ৮৮০ মেট্রিক টন পর্যন্ত বাড়বে। উল্লেখ্য, আনোয়ার গ্যালভানাইজিং ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×