ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিএসই বাছাই সূচকে চার কোম্পানি অন্তর্ভুক্ত

প্রকাশিত: ০৪:১৫, ৯ মার্চ ২০১৫

সিএসই বাছাই সূচকে চার কোম্পানি অন্তর্ভুক্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন সিএসই-৩০ ইনডেক্স বা সূচকে নতুন করে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে চারটি কোম্পানি। স্টক একচেঞ্জটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। ইনডেক্সে বা সূচকে নতুন করে যে কোম্পানিগুলো যুক্ত হয়েছে সেগুলো হলোÑ জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। নতুন এ সূচকের গণনা রবিবার থেকে শুরু হবে। চূড়ান্ত ৩০-ইনডেক্সের কোম্পানিগুলো হলোÑ এবি ব্যাংক লিমিটেড, এ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., আফতাব অটোমোবাইলস লি., এগ্রিকালচারাল মার্কেটিং কোঃ লি., বাটা সু কোম্পানি (বিডি) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি., কনফিডেন্স সিমেন্ট লি., ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ইস্টার্ন ব্যাংক লি., ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ লি., জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লি., হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি., আইডিএলসি ফাইন্যান্স লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যমুনা ওয়েল কোম্পানি লি., লঙ্কাবাংলা ফাইন্যান্স লি., লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি., মেঘনা সিমেন্ট মিলস লি., মেঘনা পেট্রোলিয়াম লি., অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি., পদ্মা ওয়েল কোম্পানি লি., পূবালী ব্যাংক লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি., স্কয়ার টেক্সটাইলস লি., তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস লি., ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., উত্তরা ব্যাংক লি. এবং উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লি.। সিএসই-৩০ ইনডেক্স থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলোÑ এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, এ্যাপেক্স ট্যানারি লিমিটেড, অরিয়ন ফার্মা লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।
×