ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভয়কে জয় করে মানুষ রাস্তায় নেমেছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:১২, ৯ মার্চ ২০১৫

ভয়কে জয় করে মানুষ রাস্তায় নেমেছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ খালেদা জিয়াকে জঙ্গীবাদের নেত্রী উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪-দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গোপন স্থান থেকে হরতাল-অবরোধের গায়েবি ডাকে দেশের সাধারণ মানুষ কোন সাড়া দিচ্ছে না। উন্নয়ন প্রত্যাশী, গণতন্ত্রপ্রিয় মানুষ ভয়কে জয় করে এখন রাস্তায় নেমেছেন। কর্মসূচী ঘোষণা করে যারা পালিয়ে বেড়ান, আন্ডারগ্রাউন্ড দলের মতো গোপন স্থানে লুকিয়ে থেকে বিবৃতি পাঠান, তাদের মানুষ বিশ্বাস করেন না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকা-ের প্রতি মানুষের আস্থা ফিরেছে উল্লেখ করে তিনি এও বলেছেন- টানা অবরোধ ও দফায় দফায় হরতাল ঘোষণার পরও জনজীবন স্বাভাবিক থাকায় প্রমাণিত হয়েছে, খালেদা জিয়ার হরতাল, অবরোধ এখন তামাশায় পরিণত হয়েছে। তিনি রবিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে ৫৭০ পরিবারে বিদ্যুত সংযোগ প্রদান উপলক্ষে আয়োজিত এক সমাবশে প্রধান অতিথির বক্তৃতা দেন। চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শওকত হোসেন, খলিলুর রহমান, মোজাম্মেল হক সরকার বকুল, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, প্রকৌশলী তুষার কান্তি দেবনাথ, সুলতান নাসিমুল হক।
×