ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিক্ষোভ, অবস্থান অব্যাহত

এক মাস পর ক্যাম্পাসে বেরোবি উপাচার্য

প্রকাশিত: ০৪:১২, ৯ মার্চ ২০১৫

এক মাস পর ক্যাম্পাসে বেরোবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ছুটি কাটিয়ে রবিবার সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরা তাকে আর কখনও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না এমন ঘোষণা দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও রবিবার সকালে তিনি আসছেন এমন সংবাদ আগেই ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালেই আন্দোলনকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত হয়ে মুখে কালো কাপড় এবং কালো পতাকা উঁচিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেট থেকে শুরু করে ব্যাপক এলাকাজুড়ে মানববন্ধন করে। এসবের মধ্যেই উপাচার্য একেএম নূর-উন-নবী সকাল ৯টা ৩৫ মিনিটে পুলিশী প্রহরায় ক্যাম্পাসে অবস্থিত তার বাসায় ঢোকেন। বিশ্ববিদ্যালয়ের সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ড. পরিমল চন্দ্র বর্মণ জানান, উপাচার্য জনরোষের ভয়ে প্রকাশ্যে ক্যাম্পাসে না এসে লুকিয়ে পেছনের দরজা দিয়ে তার বাসায় ঢুকেছেন। তিনি জানান, দাবি আদায়ে আপাতত অনশন প্রত্যাহার করা হলেও তাদের লাগাতার অবস্থান কর্মসূচীসহ অন্যান্য আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে প্রথমে শিক্ষক কর্মকর্তাদের বকেয়া বেতন ও পদোন্নতিসহ বেশ কয়েক দফা দাবিতে আন্দোলনে নামে মুক্তিযুদ্ধের চেতনার প্রগতিশীল শিক্ষক সমাজ।
×