ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মঙ্গলের রঙিন ছবি ইসরোর

প্রকাশিত: ০৪:০২, ৯ মার্চ ২০১৫

মঙ্গলের রঙিন ছবি ইসরোর

এবার মঙ্গলের রঙিন ছবি প্রকাশ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ সেন্টার ইসরো। মঙ্গল যানের পাঠানো এই ছবিতে দেখা গেছে মঙ্গল গ্রহের আগ্নেয়গিরি, ক্যানিয়ন, উপত্যকা। বৃহদাকার সেই আগ্নেয়গিরির ছবি দেখে বিজ্ঞানীদের অনুমান, সৌরজগতের অন্যতম বড় আগ্নেয়গিরি সেটি। মঙ্গলের বিশাল মারিনারিস ক্যানিয়নের সুবৃহৎ তের ছবিতে উচ্ছ্বসিত মহাকাশ গবেষকরা। তাদের দাবি, এতদিন পাওয়া মঙ্গলের অন্যান্য ছবির চেয়ে এইগুলো আরও উন্নত। তাদের আশা, ছবিগুলো গবেষণায় নতুন পথ দেখাবে। -সংবাদ প্রতিদিন
×