ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আশিকের এ্যালবাম ‘আমি ও রবীন্দ্রনাথ’

প্রকাশিত: ০৭:০৫, ৮ মার্চ ২০১৫

আশিকের এ্যালবাম ‘আমি ও রবীন্দ্রনাথ’

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান প্রজন্মের সম্ভাবনাময় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আশিক। সম্প্রতি এই শিল্পীর কন্ঠে ধারণকৃত রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম ‘আমি ও রবীন্দ্রনাথ’ বাজারে এসেছে। জি সিরিজের ব্যানারে এই এ্যালবামটি গত পহেলা ফাল্গুনে প্রকাশ হয়েছে। এ্যালবামে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১০টি গান রয়েছে। এ্যালবামের গানের সঙ্গীত পরিচালনা করেছেন নির্ঝর চৌধুরী ও রোকন ইসলাম। এ্যালবামের গানগুলো হলো আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে, এখনো গেলো না আঁধার, আকাশ হতে খসল তারা, মাটির বুকের মাঝে বন্দি যে জল, অশ্রু ভরা বেদনা দিকে দিকে জাগে, মেঘের পরে মেঘ জমেছে, শিউলি ফুল, তুমি একটু কেবল বসতে দিও কাছে প্রভৃতি। তরুণ প্রতিভাবান শিল্পী আশিক দেশের বরেণ্য দুই রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মাদ ও শিল্পী মিতা হকের কাছে সঙ্গীতে তালিম নিয়েছে। তিনি আশা করেন এ্যালবামের গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।
×