ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হরতাল-অবরোধে ক্ষতি ২ লাখ কোটি টাকা

প্রকাশিত: ০৬:০৬, ৮ মার্চ ২০১৫

হরতাল-অবরোধে ক্ষতি ২ লাখ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের ডাকা চলমান হরতাল ও অবরোধে ব্যবসায়ীদের ২ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। রাজধানীর লেক শোর হোটেলে ‘সহিংসতা, জঙ্গীবাদ, সংলাপ ও বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় শনিবার তিনি এসব কথা বলেন। রিজিওনাল এ্যান্টি-টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট এ আলোচনার আয়োজন করে। ফবিসিসিআই সভাপতি বলেন, ‘দেশের ভাল চাইলে আমাদের সন্ত্রাস বন্ধ করতে হবে। কার্যত আমরা দেশকে ধ্বংস করে দিচ্ছি। দুই মাসের হরতাল-অবরোধে ২ লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয়ে গেছে আমাদের।’ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্র রক্ষার কথা যারা বলছেন, তারাই সহিংসতায় মদদ দিচ্ছেন। দিল্লী-কলম্বো এফটিএ নিয়ে আলোচনা অর্থনৈতিক রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফরকে সামনে রেখে নয়াদিল্লী ও কলম্বো অবাধ বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়ন এবং অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে আলোচনা করেছে। ভারতের বাণিজ্য সচিব রাজিব খেরের নেতৃত্বে দেশটির একটি বাণিজ্য প্রতিনিধি দল বর্তমানে শ্রীলঙ্কা সফর করছে। তারা দু’দেশের বাণিজ্যের ভারসাম্যহীনতা নিয়ে আলোচনাকালে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। ভারতীয় প্রতিনিধি দল শ্রীলঙ্কান প্রতিনিধি দলকে বলেছে, কলম্বোয় ভারতীয় বিনিয়োগ বাড়ানো হলে তা দেশটির রফতানি সক্ষমতাকে জোরদার করবে। উভয় পক্ষ ১৯৯৮ সালের ভারত-শ্রীলঙ্কান অবাধ বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতাসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে আসছেন। সফরটিকে সামনে রেখে ভারতীয় প্রতিনিধি দল বর্তমানে শ্রীলঙ্কায় রয়েছে।
×