ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অশ্বিনের প্রশংসায় ধোনি

প্রকাশিত: ০৫:৫০, ৮ মার্চ ২০১৫

অশ্বিনের প্রশংসায় ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৮৩ রানের লক্ষ্যটা আপাতদৃষ্টিতে খুব একটা কঠিন নয়। কারণ এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন ভারতের অথচ সেই লক্ষ্যে পৌঁছতে বেশ চাপের মুখে পড়তে হয়েছে ধোনিদের। আর এই উইকেটে ১৮৩ রান তোলাও বেশ কঠিন ছিল বলে দাবি করেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ বিষয়ে তিনি বলেন, ‘কিভাবে শট খেলতে হবে, বুঝতে পারছিলাম না। বল বেশ সুইং করছিল। যা সমস্যায় ফেলে দিয়েছিল আমাদের ব্যাটসম্যানদের। বিরাট কোহলি, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মাদের দাপটে নিচের সারির ব্যাটসম্যানরা এর আগে সেভাবে পরীক্ষিত হননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিচের সারির ব্যাটসম্যানদের দেখে নিতে পারলেন ধোনি। তবে রবিচন্দ্রন অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক, ‘অশ্বিন বেশ ভাল খেলল। তবে জাদেজাকে আরও উন্নতি করতে হবে, আরও এগিয়ে যেতে হবে। ওর ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। তাই মাঠে পারফর্মেন্স করতে হবে। এটাও ঠিক যে জাদেজার ক্ষমতা রয়েছে, যথেষ্ট প্রতিভাবানসম্পন্ন ক্রিকেটার সে। নিজের ওপর ওকে বিশ্বাস রাখতে হবে।’ পার্থের আগের ম্যাচগুলোর সবটিতেই রান উঠেছে। কিন্তু ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচেই দেখা গেল ভিন্ন চিত্র। তাহলে কেন এই পরিস্থিতি। পার্থের বাইশ গজের দিকেই আঙ্গুল তুলছেন দুই দলের অধিনায়ক। এ বিষয়ে ধোনির অভিমত, ‘এই উইকেটে নতুন বলেও বোলিং করাটা খুবই কঠিন ছিল। অপ্রত্যাশিত বাউন্স হচ্ছিল। পরের দিকে বাউন্স একটু কম হলেও বল যথেষ্ট সুইং করছিল। যার সুবিধা কাজে লাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ বোলাররা।’ ভারতীয় বোলাররা অবশ্য সুইংয়ের দিকে বেশি নজর না দিয়ে লাইন-লেন্থের ওপর জোর দিয়েছিলেন। তবে বাউন্সের সুবিধাও কাজে লাগিয়েছেন শামিরা। ম্যাচের পর ধোনি বললেন, ‘বাউন্সারে বেশ কয়েকটা ওয়াইড হলেও আমাদের বোলাররা এর ফায়দা তুলেছে। বাউন্সারে আমরা বেশ কয়েকটা উইকেট তুলে নিয়েছি। বোলাররা খুব বেশি পরীক্ষা-নিরীক্ষার দিকে যায়নি। সুইংয়ের দিকে না তাকিয়ে, লাইন-লেন্থে জোর দিয়েই বোলাররা সাফল্য পেয়েছে। বোলারদের এমন পারফর্মেন্সে আমি খুশি।’ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জ্যাসন হোল্ডারও বলেছেন ‘কঠিন’ উইকেটের কথা। বিশ্বকাপের আগে থেকেই অস্ট্রেলিয়ায় অবস্থান করছে ভারত। টেস্ট সিরিজ আর ত্রিদেশীয় সিরিজে তেমন ভাল করতে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। তবে বিশ্বকাপের মঞ্চে ঠিকই রাজত্ব করেছেন কোহলি-শর্মারা। বিশ্বকাপের প্রথম চার ম্যাচের সবটিতেই জয়ের দেখা পেয়েছেন তাঁরা। আপাতত অস্ট্রেলিয়ার পাট চুকে গেল। ভারতের গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডে। এর আগে যেবার নিউজিল্যান্ডে খেলেছিলেন ধোনিরা সেবার উইকেট নিয়ে কোন সমস্যায় পড়তে হয়নি। এবার কোন্ ধরনের উইকেট দেয়া হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে এ বিষয়টিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ বিষয়ে ধোনি বলেন, ‘এবার কোন্ ধরনের উইকেট দেয়া হয় দেখি। তবে নিউজিল্যান্ডের উইকেটে বল দ্রুত ব্যাটে আসে, বাউন্সও থাকে। মাঠের আয়তনও ছোট। আমাদের সেভাবেই মানিয়ে নিতে হবে।’ শুক্রবার পার্থে টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েও কোন অনুশোচনা নেই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জ্যাসন হোল্ডারের। হারার পর তিনি বলেন, ‘ভেবেছিলাম উইকেট ভাল হবে। শুরুতেই আমরা মোমেন্টাম হারিয়েছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। ব্যাটিংয়ের সময় আমরা নিজেদের সঠিকভাবে প্রয়োগ করতে পারিনি। আমরা কখনই খেলাটাকে ধরতে পারিনি। শেষ পর্যন্ত উইকেটে থাকার পরিকল্পনা ছিল। কিন্তু মনে হলো জেতার পরিস্থিতি তৈরি করতে গেলে আরও রান দরকার। তাই চালিয়ে খেলতে গিয়ে আউট হলাম।’ তবে বিশ্বকাপে ক্যারিবীয়দের বাকি মাত্র এক ম্যাচ। প্রতিপক্ষ আরব আমিরাত। তবে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা, তা নিয়ে সংশয়ের ভেলায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ।
×