ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষুব্ধ ডি ভিলিয়ার্সের সতর্কবার্তা

প্রকাশিত: ০৫:৪৯, ৮ মার্চ ২০১৫

ক্ষুব্ধ ডি ভিলিয়ার্সের সতর্কবার্তা

স্পোর্টস রিপোর্টার ॥ অপর প্রান্তে সাজঘরে ফিরছিলেন সতীর্থরা, একে একে বিশ্বসেরা সব ব্যাটসম্যানের অসহায় আত্মসমর্পণ। একাই বুক চিতিয়ে ব্যাট চালাচ্ছিলেন এবি ডি ভিলিয়ার্স। পাকিস্তানের বিপক্ষে কাল দক্ষিণ আফ্রিকা অধিনায়কের সেই মুহূর্তের একটি ছবি আপলোড করেছে ক্রিকেটের জনপ্রিয় সাইট ক্রিকইনফো। যেখানে বিমর্ষ বদনে ব্যাট-বগলদাবা করে সতীর্থদের সাজঘরে ফিরতে দেখছেন অসহায় ডি ভিলিয়ার্স...। ২৩২ রানের লক্ষ্যে নেমে একপর্যায়ে ৯.৩ ওভারে ১ উইকেটে ৬৬ রান তুলে নেয়ার পরও ২৯ রানের হার দক্ষিণ আফ্রিকার মতো দলের অধিনায়কের পক্ষে মেনে নেয়াটা আসলেই কঠিন। পাকিস্তানের কাছে এভাবে আত্মসমর্পণের পর ক্ষুব্ধ কণ্ঠে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন ডি ভিলিয়ার্স। একই সঙ্গে কোয়ার্টার ফাইনালে যেতে আত্মবিশ্বাসের কথাও শুনিয়েছেন তিনি। ‘আমি কাউকে কষ্ট দিতে চাই না। বলতে চাই না চাপের মুখে শক্তি হারিয়ে মুখ থুবড়ে পড়া ব্যাটসম্যানদের নিয়ে। কেবল বলব, আমাদের শারীরিক ও মানসিকভাবে আরও ফিট হতে হবে!’ হারের পর প্রতিটি বাক্যে সতীর্থদের তীব্র খোঁচা প্রোটিয়া অধিনায়কের। ৪৭ ওভারে নেমে আসা বৃষ্টিবিঘিœত ম্যাচে ২২২ রানে অলআউট হয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার জন্য এই রান টপকানো কঠিন হওয়ার কথা নয়। কিন্তু ২০২ রানে গুটিয়ে গিয়ে বিশ্বকাপের অন্যতম ফেবারিটদের হার ২৯ রানে। ৫৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় দু’দলের মধ্যে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেও দলকে বাঁচাতে পারেননি ডি ভিলিয়ার্স। বিশ্বকাপে তাঁর রান এখন ১ হাজার ৪৩। ওয়ানডে ক্যারিয়ারে ৭ হাজার ৭শ’ ৭৭। ইতিহাসের ১৬তম ও হার্শেল গিবসের পর (১ হাজার ৬৭) দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ১ হাজার রানের ল্যান্ডমার্ক অতিক্রম করেন হালের দুর্ধর্ষ এ ব্যাটসম্যান। দুই হাজারের ওপরে রান নিয়ে এ তালিকায় সাবার ওপরে শচীন টেন্ডুলকর। ক্ষোভটা তাই অন্যদের চেয়ে বেশি তাঁর। যদিও নবম ব্যাটসম্যান হিসেবে বিগ শট খেলতে গিয়ে আউট হওয়ায় নিজের কাঠগড়া থেকে নিজেকে মুক্তি দিতে পারবেন না তিনি! মানসিক লড়াইকে বড় করে দেখা অধিনায়ক আরও বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত নই আজ আমাদের কী হয়েছে। ক্রিকেট খেলা অনেকটা গাড়ি চালানোর মতো, প্রয়োজনে আপনি সেকেন্ড-অথবা থার্ড গিয়ারে যেতে পারবেন, কিন্তু পিছু হটার সুযোগ নেই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে সর্বোচ্চ চাপ সামলে জয় নিশ্চিত করতে হয়। আমি অধিনায়ক। সতীর্থদের আত্মবিশ্বাসী হতে বলব। কারণ ব্যাট-বলের পাশাপাশি ক্রিকেট আসলে মানসিক খেলাও।’ পাকিস্তানের প্রশংসা করতে ভোলেননি তিনি। ডি ভিলিয়ার্স যোগ করেন, ‘পাকিস্তান ভাল খেলেই জিতেছে। আজ তাদের বোলিং ছিল সত্যিই ভয়ঙ্কর। হার সত্ত্বেও কোয়ার্টারে যেতে আত্মবিশ্বাসী আমি।’ বড় কোন অঘটন না ঘটলে দক্ষিণ আফ্রিকা শেষ আটে যাওয়া তো প্রায়ই নিশ্চিত।
×