ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধা চাকরিজীবী

অবসর বয়স ২ বছর বৃদ্ধির আহ্বান

প্রকাশিত: ০৫:৪২, ৮ মার্চ ২০১৫

অবসর বয়স ২ বছর বৃদ্ধির আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার মুক্তিযোদ্ধা ড. এস এম জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা চাকরিজীবীর অবসর বয়স ২ বছর বৃদ্ধির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা সরকারী কর্মচারীদের চাকরির মেয়াদ ২ বছর বৃদ্ধি করেন। পরবর্তীকালে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত সকল সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ ২ বৎসর বৃদ্ধি করা হয়। ফলে মুক্তিযোদ্ধাদের ইতোপূর্বে দেয়া দুই বছর বয়স বৃদ্ধির সুবিধার সুসমতা রক্ষা হয়নি। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে সরকারি চাকরিতে কর্মরত মুক্তিযোদ্ধারা চরমভাবে বঞ্চিত হয়েছে। এমনি অবস্থায় ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে চাকরিজীবী মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স ২ বছর বৃদ্ধি করে একটি বিল উত্থাপন করে এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, ‘মুক্তিযোদ্ধাদের গৌরবোজ্জ্বল অবদানের জন্য এ বিলটি উত্থাপিত হলো।’ তিনি আরও বলেছিলেন, ভবিষ্যতে অন্য সরকারী চাকরিজীবীদের চাকরির মেয়াদ ২ বছর বাড়ানো হলে মুক্তিযোদ্ধা চাকরিজীবীদেরও বাড়ানো হবে। ছাত্রমৈত্রীর ৬৫ সদস্যের নতুন কমিটি বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ ছাত্র মৈত্রীর ৬৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন অর্ণব দেবনাথ। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য বিদায়ী কমিটির সভাপতি বাপ্পাদিত্য বসু এবং সাধারণ সম্পাদক তানভীর রুসমত নতুন এই কমিটির নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন। এর পর সংগঠনটির তিন দিনব্যাপী ১৮তম জাতীয় সম্মেলন এবং পরবর্তী কর্মসূচী নিয়ে কথা বলেন তাঁরা।
×