ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত

নেত্রকোনায় যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৫, ৮ মার্চ ২০১৫

নেত্রকোনায় যুবক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৭ মার্চ ॥ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুক স্ট্যাটাস দেয়ায় আতিক হাসান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বারহাট্টা থানা পুলিশ ফকিরের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আতিক হাসান বারহাট্টা উপজেলার চল্লিশকাহনীয়া গ্রামের বিএনপি কর্মী নবাব আলীর পুত্র। বারহাট্টা থানার ওসি মোঃ সালেমুজ্জামান জানান, আতিক হাসান সম্প্রতি প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। রাজশাহীতে যুবমৈত্রী নেতার ওপর হামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর কাটাখালী পৌর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক সুজন আহমেদের ওপর হামলা চালিয়ে জখম করা হয়েছে। একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে লোহার রড, জিআই পাইপ দিয়ে ব্যাপক মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে। সুজন মতিহার থানার ইমায়েতপুর এলাকার মৃত আয়েন উদ্দিনের ছেলে। মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান। শনিবার বিকেলে জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ মতবিনিময়ে বক্তব্য রাখেন জামাল হোসেন, এম এ কাদের মোল্লা, আঃ মতিন হালদার, গাজী শামসুদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মতিউল ইসলাম হিরু, এস এম শাহজাহান প্রমুখ। এ সময় মুন্সীগঞ্জ উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, স্থান নির্ধারণসহ মুক্তিযোদ্ধাদের সমস্যা নিয়ে আলোচনা হয়। ভক্ত-বংশীয় সম্মেলন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৭ মার্চ ॥ ভক্ত-বংশীয় ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভক্ত বংশের প্রতিষ্ঠাতা জেলার মুকসুদপুরের ঝুটিগ্রামের স্বর্গীয় রামেশ্বর ভক্তের বংশধরদের কল্যাণ কামনায় পার্শ্ববর্তী শিমুলশুর গ্রামের স্বর্গীয় নারায়ণ চন্দ্র ভদ্রের (ভক্ত) বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্র ও শনিবার দু’দিনব্যাপী বিশাল এ বংশীয় কর্মযজ্ঞে যোগ দেন গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, খুলনা, ঢাকা ও চট্টগ্রামসহ অন্তত ২৭টি জেলার ভক্ত-বংশীয় লোকজন।
×