ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রমিথিউস চরিত্রে সামিউল জীবন

প্রকাশিত: ০৫:২৩, ৭ মার্চ ২০১৫

প্রমিথিউস চরিত্রে সামিউল জীবন

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চ নাটকের সাম্প্রতিক আলোচিত অভিনেতা সামিউল জীবন। মহাকাল নাট্যসম্প্রদায়ের দলীয় প্রযোজনা ‘প্রমিথিউস’, ‘শিখ-ী কথা’, ‘নিশিমন বিসর্জন’ ‘জাগো’ প্রভৃতি নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি নিজেকে একজন নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ শনিবার সন্ধ্যা ৭ টায় মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের ৩০তম প্রযোজনায় ‘প্রমিথিউস’ নাটকের ১১ তম প্রদর্শনী। আনন জামান রূপান্তরিত ও মোস্তাফিজুর ইমরান নির্দেশিত এ নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রমিথিউসের ভূমিকায় অভিনয় করবেন সামিউল জীবন। সামিউল জীবনের জন্ম বরগুনায়। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নবনাট দলের প্রধান এসকে রতনের কাছেই অভিনয়ে হাতেখড়ি। দলটির প্রযোজনায় একাধিক নাটকে অভিনয় করেছেন। বেশকিছু টিভি নাটকেও অভিনয় করেছেন ইতিমধ্যে। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনের মডেলও হয়েছেন। এছাড়া ফেরদাউস রেজার নির্মিত ‘মেশিন’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন সামিউল জীবন। বর্তমানে চলচ্চিত্রটির শূটিং চলছে। মহাকাল নাট্যসম্প্রদায়ের দলপ্রধান মীর জাহিদ হাসানকে সামিউল নিজের শিল্প অভিভাবক মনে করেন।
×